Skip to content
Latest
Abdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day Celebration

২৯ ফেব্রুয়ারির এই দিনে

২৯ ফেব্রুয়ারির এই দিনে

Mamunur Rashid

• ১৫০৪ সালে এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে একটি চন্দ্রগ্রহণের ভবিষ্যদ্বাণী করেন।
• ১৭০৪ সালে এই দিনে রানি অ্যানির যুদ্ধে ফরাসি এবং আমেরিকান আদিবাসীরা ব্রিটিশ ম্যাসেচুয়েটসের একটি গ্রাম আক্রমণ করে।
• ১৭১২ সালে এই দিনে সুইডেনে ২৯ ফেব্রুয়ারির পর ৩০ ফেব্রুয়ারি পালনের সিদ্বান্ত হয়। এর কারণ তারা আগের নিয়মে ফিরতে চেয়েছিল।
• ১৭৯৬ সালে এই দিনে যুক্তরাষ্ট্র আর গ্রেট ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক ওয়াশিংটন চুক্তির স্বাক্ষরিত হয়।
• ১৮৫৬ সালে এই দিনে লর্ড ক্যানিং গভর্নর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন।
• ১৮৬৪ সালে এই দিনে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় ‘Kilpatrick-Dahlgren Raid’ ব্যর্থ হয়। ধূলিস্যাৎ হয় ১৫ হাজার ইউনিয়ন সৈন্যকে মুক্ত করার অভিযান।
• ১৯৩৬ সালে এই দিনে গন উইথ দ্য উইন্ড ছবির জন্য ম্যাক ড্যানিয়েল প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে অস্কার পান।
• ১৯৪০ সালে এই দিনে ফিনল্যান্ড এবং রাশিয়ার ভেতর শীতকালীন যুদ্ধের শান্তি আলোচনা শুরু হয়।
• ১৯৪৪ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাপুয়া নিউ গিনির অ্যাডমিরালটি দ্বীপ মার্কিন বাহিনী আক্রমণ করে।
• ১৯৫৬ সালে এই দিনে ব্রিটিশ পররাষ্ট্রসচিব জন সেলওয়েন লয়েড তার মধ্যপ্রাচ্য শান্তি মিশন শুরু করেন।
• ১৯৬০ সালে এই দিনে প্রচন্ড ভূমিকম্পে মরক্কোর আগাদির নগর বিধ্বস্ত হয় এবং ১৫ হাজারেরও বেশি লোক মারা যায়।
• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে মালাউই।
• ১৯৮৪ সালে এই দিনে ১৫ বছর দেশ শাসন করা কানাডার প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডেও নির্বাচনে হেরে গিয়ে পদত্যাগ করেন।
• ১৯৯৬ সালে এই দিনে বসনিয়ার রাজধানী সারয়েভোতে সার্ব সেনাবাহিনীর অবরোধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
• ২০০৪ সালে এই দিনে হাইতির প্রেসিডেন্ট জাঁ বেত্রাদঁ আরিস্তিদকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে।

• ১৭৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিয়োচিনো রসিনি, তিনি ছিলেন ইতালীয় পিয়ানোবাদক ও সুরকার।
• ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারম্যান হলারিথ, তিনি ছিলেন আমেরিকান পরিসংখ্যানবিদ যিনি পাঞ্চ-কার্ডভিত্তিক যান্ত্রিক ট্যাবুলেটর উদ্ভাবন করেন।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোরারজি দেসাই, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম এ. ওয়েলম্যান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেলথাস, তিনি ছিলেন ফরাসি সুইস চিত্রকর ও অঙ্কনশিল্পী।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড রিচার্ড গোভার, তিনি ইংলিশ ক্রিকেটার ও কোচ।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিনাহ শোর, তিনি আমেরিকান গায়িকা ও অভিনেত্রী।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল মরগান, তিনি ফরাসি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেমোর পেপারেট, তিনি দক্ষিণ আফ্রিকার গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক্স রোকো, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক আর. লোউসমা, তিনি আমেরিকান মহাকাশচারী, প্রকৌশলী ও রাজনীতিবিদ।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস ফারিনা, তিনি আমেরিকান পুলিশ অফিসার ও অভিনেতা।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মামুনুর রশীদ, তিনি বাংলাদেশি নাট্যকার ও অভিনেতা।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইলিন ওয়ুরনোস, তিনি আমেরিকান সিরিয়াল কিলার।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খালেদ হাডজ ইব্রাহিম, তিনি আলজেরিয়ান গায়ক ও গীতিকার।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড রামিরেজ, তিনি আমেরিকান সিরিয়াল কিলার।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেদ্রো সানচেজ, তিনি স্পেনের প্রধানমন্ত্রী।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জা রুল, তিনি আমেরিকান রেপার ও অভিনেতা।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনা গেরকে, তিনি জার্মান মডেল ও টেলিভিশন উপস্থাপক।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেনেডিক্ট হিউডেস, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শন এ্যান্থনি অ্যাবট, তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার।

• ১২১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হনেন, তিনি ছিলেন জাপানি সন্ন্যাসী।
• ১৮৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম লুডভিগ, তিনি ছিলেন বাভারিয়ার রাজা।
• ১৯৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেহর ইভিন্ড সভিনহুফভুড, তিনি ছিলেন ফিনিশ আইনজীবী, বিচারক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
• ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইলপিডিও কুইরিনো, তিনি ছিলেন ফিলিপিনো আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইগ্যাল এ্যালোন, তিনি ছিলেন ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভি জোন্স, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গিটার ও অভিনেতা।
• ১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুমতাজ কাদরী, তিনি ছিলেন পাকিস্তানি মুমতাজ কাদরী নামে সমাধিক পরিচিত ও পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৯ ফেব্রুয়ারির এই দিনে
২৯ ফেব্রুয়ারির এই দিনে• ১৫০৪ সালে এই দ
User Rating: 4 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image