Skip to content
Latest
Ibn Battuta's Incredible Journey and LegacyInternational Mother Language Day Inspiring FactsNasir Al-Din Al-Tusi's Brilliant Legacy and ContributionsJibanananda Das The Poet Who Redefined Bengali LiteratureJibanananda DasShahidullah Kaiser A Legacy of Literature and Leadership

১২ মার্চের এই দিনে

১২ মার্চের এই দিনে

Abu Jafar Shamsuddin

• ১৩৬৫ সালে এই দিনে ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
• ১৬০৯ সালে এই দিনে বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়।
• ১৭৮৯ সালে এই দিনে আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়।
• ১৭৯৯ সালে এই দিনে অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
• ১৮৬৭ সালে এই দিনে শেষ ফরাসি সৈন্যদল মেক্সিকো ত্যাগ করে।
• ১৮৯৪ সালে এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।
• ১৯০৪ সালে এই দিনে ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়।
• ১৯৩০ সালে এই দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।
• ১৯৬৮ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।
• ১৯৬৯ সালে এই দিনে সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম উড্ডয়ন করে।
• ১৯৭২ সালে এই দিনে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ।
• ১৯৮৯ সালে এই দিনে আজকের দিনে স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তথা World Wide Web (www) বৈশ্বিক তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।

• ১২৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস, তিনি ছিলেন হাউস অফ ভালোইসের প্রতিষ্ঠাতা।
• ১৪৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সম্রাট গিওলিয়ানি, তিনি ছিলেন ফ্লোরেন্সের সম্রাট।
• ১৬০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল গেরহার্ড, তিনি ছিলেন জার্মান কবি ও সুরকার।
• ১৬১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রে লে নটর, তিনি ছিলেন ফরাসি উদ্যানচালক ও স্থপতি।
• ১৬৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান হাইড, তিনি ছিলেন ইয়র্ক ও অ্যালবানির ডাচেস জেমসের প্রথম স্ত্রী।
• ১৬৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ বার্কলি, তিনি ছিলেন আইরিশ বিজ্ঞানী।
• ১৭১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস আর্ন, তিনি ছিলেন ইংরেজ সুরকার।
• ১৭৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম বাকল্যান্ড, তিনি ছিলেন ইংরেজ ভূতাত্ত্বিক ও পেলিয়নওলজিস্ট।
• ১৮২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন অ্যাবট, তিনি ছিলেন কানাডার আইনজীবী, রাজনীতিবিদ ও তৃতীয় প্রধানমন্ত্রী।
• ১৮২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্টাফ রবার্ট কিরশফ, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৮৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাইমন নিউকম্ব, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান জ্যোতির্বিদ ও গণিতবিদ।
• ১৮৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম হেনরি পারকিন, তিনি ছিলেন ইংরেজ রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাব্রিয়েল তার্দ, তিনি ছিলেন ফরাসী সমাজবিজ্ঞানী ও ক্রিমিনোলজিস্ট।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাব্রিয়েল ডি'আন্নুনজিও, তিনি ছিলেন ইতালিয়ান সৈনিক, সাংবাদিক, কবি ও নাট্যকার।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদিমির ভার্নাদস্কি, তিনি ছিলেন রাশিয়ান, ইউক্রেনীয় খনিবিদ ও রসায়নবিদ।
• ১৮৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলহেম ফ্রিক, তিনি ছিলেন জার্মানির আইনজীবী, রাজনীতিবিদ ও স্বরাষ্ট্র মন্ত্রী।
• ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিনি ট্যানার, তিনি ছিলেন ফিনল্যান্ডের রাজনীতিবিদ।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অতুলচন্দ্র গুপ্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও বিশিষ্ট আইনজীবী।
• ১৮৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি, তিনি ছিলেন লিবিয়ার বাদশাহ।
• ১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাকাশি শিমুরা, তিনি ছিলেন জাপানি অভিনেতা।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্তাভো দাজ আরদাজ, তিনি ছিলেন মেক্সিকান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪৯তম রাষ্ট্রপতি।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবু জাফর শামসুদ্দীন, তিনি ছিলেন বাংলাদেশী কথাসাহিত্যিক ও সাংবাদিক।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক কেরোয়াক, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়ালি শিররা, তিনি ছিলেন আমেরিকান অধিনায়ক, পাইলট ও নভোচারী।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিও এসাকি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারি হ্যারিসন, তিনি আমেরিকান লেখক ও চিত্রকর।
• ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাউল আলফোন্সিন, তিনি আর্জেন্টিনার আইনজীবী, রাজনীতিবিদ ও ৪৬তম রাষ্ট্রপতি।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফজলে লোহানী, তিনি ছিলেন বাংলাদেশের টিভিব্যক্তিত্ব।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড আলবি, তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও নাট্যকার।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেহমান সোবহান, তিনি বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আল জারারিউ, তিনি ছিলেন আমেরিকান গায়ক।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসিপ স্কোবলার, তিনি ক্রোয়েশিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাতকো ম্লাদিয়া, তিনি সার্বিয়ান জেনারেল।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লাইজা মিনেলি, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাঙ্ক ওয়েলকার, তিনি আমেরিকান ভয়েস অভিনেতা ও গায়ক।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলার্ড মিট রমনি, তিনি আমেরিকান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ম্যাসাচুসেটসের ৭০ তম গভর্নর।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস টেলর, তিনি আমেরিকান গায়ক বংশোদ্ভূত গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাভিয়ের ক্লেমেন্ট, তিনি স্প্যানিশ ফুটবলার ও পরিচালক।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াসুহিকো ওকুদেরা, তিনি প্রাক্তন জাপানি ফুটবলার।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ হ্যারিস, তিনি ইংরেজ গীতিকার।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেসলি ম্যানভিল, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিম ভার্বেক, তিনি ডাচ ফুটবল পরিচালক।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিক ব্যাটিস্টন, তিনি ফরাসী সাবেক ফুটবলার ও কোচ।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারলোন জ্যাকসন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিলারাদ ডডিক, তিনি বসনিয়ার সার্বের রাজনীতিবিদ।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়াস কাপ্পেক, তিনি জার্মান সাবেক ফুটবলার।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যারন ইকার্ট, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঝাও ওয়েই, তিনি চীনা অভিনেত্রী, গায়িকা ও পরিচালক।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিট দোহার্টি, তিনি ইংরেজ সংগীতশিল্পী, গীতিকার, অভিনেতা, কবি, লেখক ও শিল্পী।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাতারিনা স্রেবটনিক, তিনি স্লোভেনীয় সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিসাতো স্যাটি, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইওটো স্যাটি, তিনি জাপানি ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আতিফ আসলাম, তিনি পাকিস্তানি গায়ক ও অভিনেতা।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শ্রেয়া ঘোষাল, তিনি ভারতীয় গায়ক।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেইমি অ্যালেক্সান্ডার, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৈমুর রাদজাবভ, তিনি আজারবাইজানীয় দাবা খেলোয়াড়।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোস্টাস মাইট্রোগ্লো, তিনি গ্রীক ফুটবলার।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিনা গ্রিমি, তিনি আমেরিকান গায়ক ও গীতিকার।

• ১৬৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তিরসো দে মোলিনা, তিনি ছিলেন স্পেনীয় সন্ন্যাসী ও কবি।
• ১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেরি ফন এবার-এশেনবাচ, তিনি ছিলেন অস্ট্রিয়ান লেখক।
• ১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সান ইয়াত-সেন, তিনি ছিলেন চীনা চিকিৎসক, রাজনীতিবিদ ও চীন প্রজাতন্ত্রের ১ম প্রেসিডেন্ট।
• ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিহাজলো পুপিন, তিনি ছিলেন সার্বিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।
• ১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার কডওয়েল, তিনি ছিলেন ইংরেজ সাহিত্যিক।
• ১৯৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম হেনরি ব্র্যাগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী, রসায়নবিদ ও গণিতবিদ।
• ১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুস্তাভ ভিজল্যান্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান ভাস্কর।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেরেঙ্ক সাজলাসি, তিনি ছিলেন হাঙ্গেরীয় সৈনিক ও রাজনীতিবিদ।
• ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লি পার্কার, তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও সুরকার।
• ১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফাইন হুল, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্ষিতিমোহন সেন, তিনি ছিলেন বাঙালি গবেষক, সংগ্রাহক ও শিক্ষক।
• ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ সমরেশ বসু, তিনি ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাগ্নার গ্রানিট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ ও সুইডিশ স্নায়ুবিজ্ঞানী।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম হেইনসেন, তিনি ছিলেন ফেরাউনি লেখক, কবি ও লেখক।
• ১৯৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইহুদি মেনুহিন, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত সুইস বেহালা ও কন্ডাক্টর।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট লুডলাম, তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোরান ইনিসিয়, তিনি ছিলেন সার্বিয়ান দার্শনিক, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাওয়ার্ড মেলভিন ফাস্ট, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিগুয়েল ডেলিবেস, তিনি ছিলেন স্প্যানিশ সাংবাদিক ও লেখক।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গণেশ পাইন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভেরা চাইটিলোভা, তিনি ছিলেন চেক অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টেরি প্রাটচেট, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক, লেখক ও চিত্রনাট্যকার।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রফিক আজাদ, তিনি ছিলেন বাংলাদেশী কবি ও লেখক।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লয়েড শ্যাপলে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ ও অর্থনীতিবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১২ মার্চের এই দিনে
১২ মার্চের এই দিনে• ১৩৬৫ সালে এই দিনে
User Rating: 4.50 / 5
  • author photo

    Many thanks for this, I'll certainly share this with my
    audience.

  • author photo

    I love looking through a post that can make people think.
    Also, thank you for permitting me to comment!

  • author photo

    It's really a cool and helpful piece of information. I am glad
    that you shared this helpful information with us. Please stay uss uup to date like
    this. Thank you foor sharing.

  • author photo

    Excellent blog here! Also your ssite loads up fast!
    What hos are you using? Caan I get your affiliate link too your host?
    I wish my web site loaded up ass quickly ass yours lol

  • author photo

    Some truly nide and usefuul information on this weeb site, as well I conceive the stylee aand design holds fantastic features.

  • author photo

    Thank you for any other informative website. Where else
    could I get that kind of information written in such
    a perfect method? I have a venture that I'm just now running on, and
    I have been at the glance ouut for such information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image