Skip to content
Latest
World Television Day Importance and How It Shapes Modern SocietyThe Legacy and Bravery of Tipu Sultan A Historical IconInternational Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and Education

২২ মার্চের এই দিনে

২২ মার্চের এই দিনে


• আজ আন্তর্জাতিক পানি দিবস।

• ১৪২১ সালে এই দিনে আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।
• ১৭৩৯ সালে এই দিনে নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন।
• ১৭৯৩ সালে এই দিনে বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
• ১৮২৪ সালে এই দিনে লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।
• ১৮৮২ সালে এই দিনে বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস।
• ১৮৮৮ সালে এই দিনে ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
• ১৮৯৮ সালে এই দিনে অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন।
• ১৯০৪ সালে এই দিনে নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
• ১৯৪২ সালে এই দিনে স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসেন।
• ১৯৪৫ সালে এই দিনে কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত।
• ১৯৪৬ সালে এই দিনে জর্দানের স্বাধীনতা লাভ।
• ১৯৪৭ সালে এই দিনে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।
• ১৯৮২ সালে এই দিনে নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।
• ১৯৮৫ সালে এই দিনে বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।
• ২০০৪ সালে এই দিনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় শহীদ হন।
• ২০১২ সালে এই দিনে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারে বাংলাদেশ।

• ১৩৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উলুগ বেগ, তিনি ছিলেন ফার্সি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
• ১৪৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ম্যাক্সিমিলিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৫৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন্থনি ভ্যান ডাইক, তিনি ছিলেন ফ্লেমিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী ও ক্ষোদক।
• ১৬০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় জন ক্যাসিমির ভাসা, তিনি ছিলেন পোলিশ রাজা।
• ১৭২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যানটন রাফেল মঙ্গস, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী ও তাত্ত্বিক।
• ১৭৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম প্রথম, তিনি ছিলেন জার্মান সম্রাট।
• ১৮৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ডুমের, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৪তম প্রেসিডেন্ট।
• ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অধ্যাপক রবার্ট অ্যান্ড্রুজ মিলিকান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যোগেন্দ্রনাথ গুপ্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও গবেষক।
• ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিকো মার্কস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাস্টারদা সূর্য সেন, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ শিল্ডক্র্যাট, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল মালডেন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেডি জাগান, তিনি ছিলেন গিয়ানা রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিনো মানফ্রেডি, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সেল মার্সো, তিনি ছিলেন ফরাসী মাইম ও অভিনেতা।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াওই কুসামা, তিনি জাপানী শিল্পী।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেরেক কার্টিস বক, তিনি আমেরিকান আইনজীবী ও শিক্ষাবিদ।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফেন সানডহিম, তিনি আমেরিকান সুরকার ও গীতিকার।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্টন রিখটার, তিনি নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম শ্যাটনার, তিনি কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবোলহসান বানিসাদর, তিনি ইরানি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরিন হ্যাচ, তিনি আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার হুইটেকার, তিনি কেনিয়ান বংশোদ্ভূত ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইং এস. এনগোর, তিনি কম্বোডিয়ান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও লেখক।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুনো গানৎস, তিনি সুইস অভিনেতা।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ বেনসন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস প্যাটারসন, তিনি আমেরিকান লেখক ও প্রযোজক।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ড্রু লয়েড ওয়েবের, তিনি ইংরেজ পরিচালক ও সুরকার।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্যানি আরডান্ট, তিনি ফরাসি অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনা অলিন, তিনি সুইডিশ অভিনেত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভালডিস জ্যাটার্স, তিনি লাটভিয়ার চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া তেরেসা, তিনি লাক্সেমবার্গের গ্র্যান্ড ডাচেস।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথিউ মোডিন, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন ভিজকারা, তিনি পেরুর ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেগান-মাইকেল কী, তিনি আমেরিকান অভিনেতা, কৌতুক অভিনেতা ও লেখক।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শন ব্র্যাডলি, তিনি জার্মান বংশোদ্ভূত আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়, কোচ ও অভিনেতা।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরা জন রীজ উইদারস্পুন, তিনি মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাইওটার ট্রোকোভস্কি, তিনি জার্মানি ফুটবলার।

• ১৬৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ-ব্যাপ্টিস্টে লুলয়, তিনি ছিলেন ইতালীয় ফরাসি সুরকার ও কন্ডাকটর।
• ১৮৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োহান ভোলফগাং ফন গ্যোটে, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি।
• ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এ. কে. গোপালনের মৃত্যু, তিনি ছিলেন বাঙালি কমিউনিস্ট নেতা।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম হানা, তিনি ছিলেন আমেরিকান অ্যানিমেটর, পরিচালক, প্রযোজক, ভয়েস অভিনেতা ও হানা-বারবেরার সহ-প্রতিষ্ঠিাতা।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শায়খ আহমাদ ইসমাইল হাসান ইয়াসিন, তিনি ছিলেন ফিলিস্তিনি আধ্যাত্মিক নেতা ও হামাসের সহ-প্রতিষ্ঠিাতা।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেনযো টাঙ্গে, তিনি ছিলেন জাপানি আর্কিটেক্ট।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস হোয়াইট ব্ল্যাক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেবো ভাল্ডেস, তিনি ছিলেন কিউবান বংশোদ্ভূত সুইডিশ পিয়ানোবাদক ও সুরকার।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২২ মার্চের এই দিনে
২২ মার্চের এই দিনে • আজ আন্তর্জাতিক পা
User Rating: 4.75 / 5
  • author photo

    Aw, this was a very good post. Finding the time
    and actual effort to produce a superb article… but what can I say… I hesitate a lot and don't seem to get anything
    done.

  • author photo

    Land tours start from $2,469 for 9 days.

  • author photo

    Hi there, I would like to subscribe for this webpage
    to get newest updates, therefore where can i do it please help out.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image