Skip to content
Latest
Alauddin Ali A Visionary in Music and Cultural LegacyThe Growing Phenomenon of Honey Trapping and Its ImplicationsAltaf Mahmud A Life Dedicated to Art Activism and NationalismCelebrating Border Guard Bangladesh Day and Its Role in National Security and CultureHeinrich Böll and His Impact on German Literature and Global Thought

১০ আগস্টের এই দিনে

১০ আগস্টের এই দিনে

SM Sultan

• আজ আন্তর্জাতিক বায়োডিজেল দিন।

• ১৯২০ সালে এই দিনে প্রথম বিশ্বযুদ্ধশেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে উসমানীয় সাম্রাজ্যের সেভ্র্ চুক্তি স্বাক্ষরিত হয়।

• ১২৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন দ্বিতীয় জেমস, তিনি ছিলেন আরাগনের।
• ১৩৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় আলবার্ট, তিনি ছিলেন জার্মানির রাজা।
• ১৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কামিল বেন্স, তিনি ছিলেন ইতালিয়ান রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
• ১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবাই কুনানবিউলি, তিনি ছিলেন কাজাখ কবি, সুরকার ও দার্শনিক।
• ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে, তিনি ছিলেন ভারতীয় গায়ক ও সংগীততত্ত্বিক।
• ১৮৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার গ্লাযুনভ, তিনি ছিলেন রাশিয়ান সুরকার, কন্ডাক্টর ও শিক্ষাবিদ।
• ১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট হুভার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নে টিসেলিয়ুস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়লফগাং পাউল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এস এম সুলতান (শেখ মোহাম্মদ সুলতান), তিনি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে আনোয়ার ইব্রাহীম, তিনি ছিলেন মালয়েশিয়ার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম উপ-প্রধানমন্ত্রী।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান ম্যানুয়েল সান্তোস, তিনি কলম্বিয়ার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৫৯ তম প্রেসিডেন্ট।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রসানা আরকুয়েটে, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিও বান্দেরাস, তিনি স্প্যানিশ অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুজান কলিন্স, তিনি আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফুলন দেবী, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেন্ডন পল জুলিয়ান, তিনি নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও সাংবাদিক।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রয় মরিস কিন, তিনি আইরিশ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাভিয়ের আদেলমার জানেত্তি, আর্জেন্টিনা সাবেক ফুটবল।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইফা আল-মনসুর, তিনি সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইলহান মান্সিজ, তিনি তুর্কি সাবেক ফুটবলার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েড ব্যারেট, তিনি ইংরেজ মুষ্টিযোদ্ধা, কুস্তিগীর ও অভিনেতা।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বের্নার্দো সিলভা, তিনি পর্তুগিজ ফুটবলার।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাইলি ক্রিস্টেন জেনার, তিনি মার্কিন রেয়ালেটি টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, অভিনেত্রী, উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব ও সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব।

• ০৮৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।
• ১৭৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
• ১৮০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল হেইড, তিনি ছিলেন অস্ট্রিয়ান সুরকার ও শিক্ষাবিদ।
• ১৮৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অটো লিলিয়েথাল, তিনি ছিলেন জার্মান পাইলট ও ইঞ্জিনিয়ার।
• ১৯১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি মোসলে, তিনি ছিলেন ইংরেজ পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট এইচ গডার্ড, তিনি ছিলেন আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
• ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়াহিয়া খান, তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১০ আগস্টের এই দিনে
১০ আগস্টের এই দিনে• আজ আন্তর্জাতিক বা
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image