Skip to content
Latest
Anti-Obesity Day An Informative Guide to a Healthier TomorrowInternational Day for the Elimination of Violence against Women A Comprehensive GuideJohannes Diderik van der Waals A Trailblazer in Physics and Molecular ScienceExploring the Life and Legacy of André Gide A Pioneer in Modern LiteratureWorld Television Day Importance and How It Shapes Modern Society

৩১ আগস্টের এই দিনে


==ঘটনাবলী==


• ১৮৪৮ সালের এই দিনে সংবাদপত্রে প্রথমবারের মত আবহাওয়া বার্তা ছাপা শুরু করে।
• ১৮৫৮ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।
• ১৯০৫ সালের এই দিনে বঙ্গভঙ্গ বিল পাস হয়।
• ১৯০৭ সালের এই দিনে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৫৭ সালের এই দিনে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।
• ১৯৫৯ সালের এই দিনে কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।
• ১৯৬২ সালের এই দিনে লাতিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
• ১৯৬৩ সালের এই দিনে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হট লাইন প্রতিষ্ঠা করা হয়।
• ১৯৬৮ সালের এই দিনে ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার নিহত হয়।
• ১৯৭১ সালের এই দিনে সঙ্গীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।
• ১৯৭৫ সালের এই দিনে গণচীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
• ১৯৯১ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজিস্তান স্বাধীনতা লাভ করে।
• ২০০৫ সালের এই দিনে ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় এক হাজার ইরাকি মর্মান্তিকভাবে নিহত হয়।

==জন্ম==


• ০০১২ ক্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যালিগুলা; তিনি ছিলেন রোমান সম্রাট।
• ০১৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কমোডাস; তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৫৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নুরুদ্দীন মহম্মদ সেলিম বা জাহাঙ্গীর (Jahangir); তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট।
• ১৬৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুইলাম আমন্টনস; তিনি ছিলেন ফরাসি পদার্থবিদ ও যন্ত্র নির্মাতা।
• ১৭৯৭  সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রামন কাস্টিলা; তিনি ছিলেন পেরুর সামরিক নেতা, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৮০২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুসেইন গ্রাদাশেভিচ; তিনি ছিলেন অটোমান জেনারেল।
• ১৮১১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিওফিল গাউটির; তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।
• ১৮২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারমান ভন হেল্মহোল্টয; তিনি ছিলেন জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।
• ১৮৩৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যামিলিয়ার্স পনচিলেই; তিনি ছিলেন ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।
• ১৮৪৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ফন হার্টলিং; তিনি ছিলেন জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম চ্যান্সেলর।
• ১৮৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া মন্টেসরি; তিনি ছিলেন ইতালীয় চিকিৎসক ও শিক্ষাবিদ।
• ১৮৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্ক জার্ভিস; তিনি ছিলেন আমেরিকান স্প্রিন্টার ও আইনজীবী।
• ১৮৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলমা মাহলার; তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও লেখিকা।
• ১৮৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাইশো; তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডরিক মার্চ; তিনি ছিলেন আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক।
• ১৮৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলহেলমিনা; তিনি ছিলেন নেদারল্যান্ডসের রানী।
• ১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড্রিক মার্চ; তিনি ছিলেন আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক।
• ১৯০৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রামোন ম্যাগসেসে; তিনি ছিলেন ফিলিপিনো অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি।
• ১৯০৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলটিয়েরো স্পিনেলি; তিনি ছিলেন ইতালীয় তাত্ত্বিক ও রাজনীতিবিদ।
• ১৯০৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম সরোয়ান; তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, নাট্যকার ও ছোট গল্প লেখক।
• ১৯১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড লাভেল; তিনি ছিলেন ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১৯১৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড বাসহার্ট; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান জে লার্নার; তিনি ছিলেন আমেরিকান গীতিকার ও সুরকার।
• ১৯১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অমৃতা প্রীতম; তিনি ছিলেন ভারতীয় কবি ও লেখক।
• ১৯২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেমন্ড উইলিয়ামস; তিনি ছিলেন ওয়েলশ লেখক ও শিক্ষাবিদ।
• ১৯২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাডি হ্যাকেট; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিস পিয়ালাত; তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও পরিচালক।
• ১৯২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস কোবার্ন; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাইমে সিন; তিনি ছিলেন ফিলিপিনের কার্ডিনাল।
• ১৯৩১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন বেলিভাউ; তিনি ছিলেন কানাডিয়ান আইস হকি খেলোয়াড়।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদিমির অরলভ; তিনি ছিলেন রাশিয়ান লেখক।
• ১৯৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার ডিন; তিনি ইংরেজি চিত্রকর ও প্রকাশক।
• ১৯৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাইভ লয়েড; তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্যান মরিসন; তিনি উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।
• ১৯৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোমচাই ওংসাওয়াত; তিনি থাইল্যান্ডের আইনজীবী, রাজনীতিবিদ ও ২৬তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোলগার ওসিক; তিনি জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুডলফ শেঙ্কার, তিনি জার্মান গিটারিস্ট ও গীতিকার।
• ১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিউ ডেভিড পলিতজার; তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
• ১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড গিয়ার; তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাভেল ভিনোগ্রাদভ; তিনি রাশিয়ান মহাকাশচারী ও প্রকৌশলী।
• ১৯৫৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডউইন মোসেস; তিনি আমেরিকান হার্ডলার।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাই ইং-ওয়েন; তিনি তাইওয়ানি রাজনীতিবিদ ও চীনের রাষ্ট্রপতি।
• ১৯৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাসান নাসরুল্লাহ; তিনি লেবাননের রাজনৈতিক ও হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডি ব্র্যাডলি বেকার; তিনি আমেরিকান ভয়েস অভিনেতা।
• ১৯৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঋতুপর্ণ ঘোষ; তিনি ছিলেন বিখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্র নির্মাতা।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিউবোস্লাভ পেনেভ; তিনি ছিলেন বুলগেরিয়ান ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাভাগাল শ্রীনাথ; তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার।
• ১৯৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেবি গিবসন; তিনি আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
• ১৯৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলা গ্রুয়েভস্কি; তিনি মস্কোর ম্যাক্সিডিয়ান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৬ম প্রধানমন্ত্রী।
• ১৯৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রানিয়া আল আব্দুল্লাহ; তিনি জর্ডানের রাণী।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস টাকার; তিনি আমেরিকান কমেডিয়ান ও অভিনেতা।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেই মেদভেদেভ; তিনি ইউক্রেনীয় বংশোদ্ভূত মনেগাস্ক সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সারা রামিরেজ, তিনি মেক্সিকান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোক জুনিয়র, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেফ হার্ডি; তিনি আমেরিকান সাবেক কুস্তিগীর ও গায়ক।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান হার্ট; তিনি আইরিশ সাবেক ফুটবলার।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ ক্রিস্টানভাল; তিনি ফরাসি সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিকি জেমস; তিনি আমেরিকান পেশাদার কুস্তিগীর, অভিনেত্রী, মডেল ও কান্ট্রি সঙ্গীত শিল্পী।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার কাটোঙ্গো, তিনি জাম্বিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেপে রেইনা; তিনি স্প্যানিশ ফুটবল সাবেক খেলোয়াড়।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টেড লিগেটি; তিনি আমেরিকান স্কিয়ার।
• ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোনালদো; তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার।
• ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ বিন সালমান, তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স।
• ১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ওসপিনা; তিনি কলম্বিয়ার ফুটবলার।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেদ্রিক সোয়ারেস; তিনি পর্তুগিজ ফুটবলার।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস তাগলিয়াফিকো; তিনি আর্জেন্টাইন ফুটবলার।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাবলো মারি; তিনি স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
• ২০০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমান্ডা অ্যানিসিমোভা; তিনি আমেরিকান টেনিস খেলোয়াড়।
• ২০০৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাং ওন-ইয়ং; তিনি দক্ষিণ কোরিয়ার গায়ক এবং মডেল।

==মৃত্যু==


• ০৬৫১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লিন্ডিসফার্নের আইদান; তিনি ছিলেন আইরিশ বিশপ ও সাধু।
• ১০৫৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোরা; তিনি ছিলেন পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট।
• ১১৫৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয়  সানচো; তিনি ছিলেন ক্যাস্টিলের রাজা।
• ১২৩৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গো-হোরিকাওয়া; তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৩২৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় হেনরি; তিনি ছিলেন জেরুজালেমের রাজা।
• ১৪২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম হেনরি; তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৫২৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাথিয়াস গ্রুনওয়াল্ড; তিনি ছিলেন জার্মান শিল্পী।
• ১৬৮৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন বুনিয়ান; তিনি ছিলেন ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক।
• ১৭৯৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঁসোয়া-আন্দ্রে দানিকান ফিলিডোর; তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইংরেজী দাবা খেলোয়াড় ও সুরকার।
• ১৮১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লুই এন্টোনি দে বোগেনভিল; তিনি ছিলেন ফরাসি অ্যাডমিরাল ও এক্সপ্লোরার।
• ১৮১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার ফিলিপ; তিনি ছিলেন ইংরেজ অ্যাডমিরাল ও রাজনীতিবিদ।
• ১৮২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হারমান ভন হেলমহোল্টজ; তিনি ছিলেন জার্মান চিকিৎসক ও পদার্থবিদ।
• ১৮৩৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যামিলকেয়ার পঞ্চিয়েলি; তিনি ছিলেন ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।
• ১৮৬৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফের্ডিনান্ড লাসাল; তিনি ছিলেন প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান আইনবিদ ও দার্শনিক।
• ১৮৬৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন শার্ল বোদলেয়ার; তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।
• ১৯২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলহেম ওয়ান্ড্ট; তিনি ছিলেন জার্মান চিকিৎসক, মনস্তত্ত্ববিদ ও দার্শনিক।
• ১৯২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মারিনা টসভেটাভা, তিনি ছিলেন রাশিয়ান কবি ও লেখক।
• ১৯২৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রানিক, তিনি ছিলেন আর্মেনিয়ান জেনারেল।
• ১৯৪১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মেরিনা স্বেতায়েভা, তিনি ছিলেন রাশিয়ান কবি ও লেখক।
• ১৯৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্টেফান বানাখ, তিনি ছিলেন পোলিশ গণিতবিদ।
• ১৯৪৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রেই ঝদানভ, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ।
• ১৯৬৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জর্জেস ব্র্যাক, তিনি ছিলেন ফ্রেঞ্চ চিত্রশিল্পী ও ভাস্কর।
• ১৯৬৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ই.ই. স্মিথ, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও লেখক।
• ১৯৬৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইলিয়া এহরেনবার্গ, তিনি ছিলেন রাশিয়ান সাংবাদিক ও লেখক।
• ১৯৬৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রকি মার্সিয়ানো, তিনি ছিলেন আমেরিকান বক্সার।
• ১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আবদুল হালিম চৌধুরী জুয়েল, তিনি ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত গেরিলা মুক্তিযোদ্ধা, বীর বিক্রম ও ক্রিকেটার।
• ১৯৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন ফোর্ড; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টাইগার স্মিথ; তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও কোচ।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেট; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান ভাইরাসবিদ।
• ১৯৮৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উরহো কেকোনন; তিনি ছিলেন ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।
• ১৯৮৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি মুর; তিনি ছিলেন ইংরেজ ভাস্কর ও চিত্রকলা।
• ১৯৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রিন্সেস ডায়ানা; তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।
• ১৯৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দোদি ফায়েদ; তিনি ছিলেন মিশরীয় চলচ্চিত্র প্রযোজক।
• ২০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ  লিওনেল হ্যাম্পটন; আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও ব্যান্ডলিডার।
• ২০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ পোর্টার; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ রটব্লাট; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ।
• ২০০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কেন ক্যাম্পবেল; তিনি ছিলেন ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।
• ২০১০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লরেন্ট ফিইনোন; তিনি ছিলেন ফ্রেঞ্চ সাইক্লিস্ট।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কার্লো মারিয়া মার্টিনি, তিনি ছিলেন ইতালীয় কার্ডিনাল।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সের্গেই সোকোলভ, তিনি ছিলেন রাশিয়ান কমান্ডার ও রাজনীতিবিদ।
• ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড ফ্রস্ট; তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক ও গেম শো হোস্ট।
• ২০২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রণব কুমার মুখোপাধ্যায়; তিনি ছিলেন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি।
• ২০২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সেস্কো মরিনি; তিনি ছিলেন ইতালীয় ফুটবলার।

#৩১_আগস্টের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
৩১ আগস্টের এই দিনে
==ঘটনাবলী==• ১৮৪৮ সালের এই দিনে সংবাদপত
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image