Skip to content
Latest
Anti-Obesity Day An Informative Guide to a Healthier TomorrowInternational Day for the Elimination of Violence against Women A Comprehensive GuideJohannes Diderik van der Waals A Trailblazer in Physics and Molecular ScienceExploring the Life and Legacy of André Gide A Pioneer in Modern LiteratureWorld Television Day Importance and How It Shapes Modern Society

২৮ জানুয়ারির এই দিনে

২৮ জানুয়ারির এই দিনে

Jatiya Sangsad Bhaban

• ১৯৮২ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
• ১৯৮৬ সালের এই দিনে স্পেস শাটল চ্যালেঞ্জার দূর্ঘটনায় পতিত হয়, এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
• ২০১০ সালে এই দিনে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনীর ফাঁসি কার্যকর করা হয়।

• ১৪৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সপ্তম হেনরি, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৫৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডোলফ ভ্যান কেউলেন, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ডাচ গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৬১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যোহানেস হেভেলিয়াস, তিনি ছিলেন পোলিশ জ্যোতির্বিদ ও রাজনীতিবিদ।
• ১৭১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় মোস্তফা, তিনি ছিলেন অটোমান সুলতান।
• ১৭৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ হ্যামিলটন-গর্ডন, তিনি ছিলেন স্কটিশ রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
• ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার ম্যাকেঞ্জি, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সৈনিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্ট উইলিয়াম, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী।
• ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভাহান তেরিয়ান, তিনি ছিলেন আর্মেনিয়ান কবি ও কর্মী।
• ১৮৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লালা লাজপত রাই, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ডব্লিউ. হলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসমাইল কাডারে, তিনি আলবেনিয়ান লেখক।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস লিন্ডাহ্ল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ইংরেজ জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ববি বল, তিনি ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিয়ানলুইগি বুফফন, তিনি ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহেরকে উড, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিজে হ্যারিস, তিনি আমেরিকান গায়ক।

• ০৫৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুনট্রাম, তিনি ছিলেন ফরাসি রাজা।
• ০৮১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শার্লমাইন, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৫৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরী, তিনি ছিলেন ইংল্যান্ডের ৮ম রাজা।
• ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অগাস্টা হলমেস, তিনি ছিলেন ফরাসি সুরকার।
• ১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম বাটলার ইয়েটস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক।
• ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাই লুযিন, তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ার্ড মুর, তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কবি।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেজ জেনকিন্স, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফার্নান্দ লিডাক, তিনি ছিলেন কানাডিয়ান চিত্রশিল্পী।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভেস চাউভিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল কান্টনার, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারবাদক।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৮ জানুয়ারির এই দিনে
২৮ জানুয়ারির এই দিনে• ১৯৮২ সালের এই দি
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image