Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

২৮ জানুয়ারির এই দিনে

২৮ জানুয়ারির এই দিনে

Jatiya Sangsad Bhaban

• ১৯৮২ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
• ১৯৮৬ সালের এই দিনে স্পেস শাটল চ্যালেঞ্জার দূর্ঘটনায় পতিত হয়, এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
• ২০১০ সালে এই দিনে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনীর ফাঁসি কার্যকর করা হয়।

• ১৪৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সপ্তম হেনরি, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৫৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডোলফ ভ্যান কেউলেন, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ডাচ গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৬১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যোহানেস হেভেলিয়াস, তিনি ছিলেন পোলিশ জ্যোতির্বিদ ও রাজনীতিবিদ।
• ১৭১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় মোস্তফা, তিনি ছিলেন অটোমান সুলতান।
• ১৭৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ হ্যামিলটন-গর্ডন, তিনি ছিলেন স্কটিশ রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
• ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার ম্যাকেঞ্জি, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সৈনিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্ট উইলিয়াম, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী।
• ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভাহান তেরিয়ান, তিনি ছিলেন আর্মেনিয়ান কবি ও কর্মী।
• ১৮৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লালা লাজপত রাই, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ডব্লিউ. হলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসমাইল কাডারে, তিনি আলবেনিয়ান লেখক।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস লিন্ডাহ্ল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ইংরেজ জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ববি বল, তিনি ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিয়ানলুইগি বুফফন, তিনি ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহেরকে উড, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিজে হ্যারিস, তিনি আমেরিকান গায়ক।

• ০৫৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুনট্রাম, তিনি ছিলেন ফরাসি রাজা।
• ০৮১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শার্লমাইন, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৫৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরী, তিনি ছিলেন ইংল্যান্ডের ৮ম রাজা।
• ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অগাস্টা হলমেস, তিনি ছিলেন ফরাসি সুরকার।
• ১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম বাটলার ইয়েটস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক।
• ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাই লুযিন, তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ার্ড মুর, তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কবি।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেজ জেনকিন্স, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফার্নান্দ লিডাক, তিনি ছিলেন কানাডিয়ান চিত্রশিল্পী।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভেস চাউভিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল কান্টনার, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারবাদক।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৮ জানুয়ারির এই দিনে
২৮ জানুয়ারির এই দিনে• ১৯৮২ সালের এই দি
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image