Skip to content
Latest
Alauddin Ali A Visionary in Music and Cultural LegacyThe Growing Phenomenon of Honey Trapping and Its ImplicationsAltaf Mahmud A Life Dedicated to Art Activism and NationalismCelebrating Border Guard Bangladesh Day and Its Role in National Security and CultureHeinrich Böll and His Impact on German Literature and Global Thought

১০ জুলাইয়ের এই দিনে

১০ জুলাইয়ের এই দিনে

Muhammad Shahidullah

• ০৮৭৪ সালে এই দিনে নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করে।
• ১৫২০ সালে এই দিনে রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।
• ১৫২৬ সালে এই দিনে পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।
• ১৫৫৩ সালে এই দিনে লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।
• ১৭৪১ সালে এই দিনে ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।
• ১৮৪২ সালে এই দিনে নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।
• ১৮৫৪ সালে এই দিনে স্যর চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
• ১৮৫৭ সালে এই দিনে মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয়।
• ১৮৭১ সালে এই দিনে কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
• ১৯০০ সালে এই দিনে অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।
• ১৯২১ সালে এই দিনে মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।
• ১৯৪০ সালে এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।
• ১৯৪২ সালে এই দিনে দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।
• ১৯৪৬ সালে এই দিনে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়৷
• ১৯৫৭ সালে এই দিনে ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।
• ১৯৬২ সালে এই দিনে যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
• ১৯৬৬ সালে এই দিনে মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
• ১৯৬৮ সালে এই দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
• ১৯৭৩ সালে এই দিনে ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
• ১৯৭৬ সালে এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
• ১৯৮৯ সালে এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস।

• ১৪৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় জেমস, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
• ১৭৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ এম. ডালাস, তিনি ছিলেন মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ১১তম উপরাষ্ট্রপতি।
• ১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলা টেসলা, তিনি ছিলেন বিখ্যাত সার্বিয় বংশোদ্ভূত মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী।
• ১৮৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কামিই পিসারো, তিনি ছিলেন ড্যানিশ বংশোদ্ভূত ফরাসি চিত্রশিল্পী।
• ১৮৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস অ্যাবট ম্যাকনিল হোস্টলার, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ইংরেজী চিত্রশিল্পী ও চিত্রকর।
• ১৮৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরিক উইয়েনিয়াস্কি, তিনি ছিলেন পোলিশ বেহালাবাদক ও সুরকার।
• ১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলা টেসলা, তিনি ছিলেন সার্বিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৮৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সেল ভালেন্তিন লুই ইউজিন জর্জেস প্রাউস্ট, তিনি ছিলেন ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহানেস ব্লাসকোয়েজ, তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশী বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ।
• ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওরিগ্রো দে চিরিকো, তিনি ছিলেন গ্রিক বংশোদ্ভূত ইটালিয়ান চিত্রশিল্পী ও সেট ডিজাইনার।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ট আল্ডের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েন চেম্বারলেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডাঃ মাহাথির মোহাম্মদ, তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্থনি মাসকারেনহাস, তিনি পাকিস্তানী সাংবাদিক "দ্যা রেইপ অব বাংলাদেশ" খ্যাত লেখক।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিস অ্যান মানরো, তিনি নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান লেখক।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেরিল হুইলার, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিওনা শাও, তিনি আইরিশ অভিনেত্রী ও থিয়েটার পরিচালক।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসন কমলা, তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও ড্যান্সার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পার্ক চু-ইয়উং, তিনি দক্ষিণ কোরিয়ার ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিও গোমেজ, তিনি জার্মান ফুটবলার।

• ০১৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেড্রিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ০৬৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সম্রাট তাজং, তিনি ছিলেন চীনের তং রাজবংশের দ্বিতীয় সম্রাট।
• ১৫৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় হেনরি, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৫৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম সাইলেন্ট, তিনি ছিলেন ফরাসি রাজকুমার।
• ১৮০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ স্টুবস, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী।
• ১৮৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই দাগেরো, তিনি ছিলেন ফরাসি ফটোগ্রাফার, পদার্থবিজ্ঞানী ও দাগেরোটাইপের আবিষ্কারক।
• ১৮৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল মর্ফি, তিনি ছিলেন আমেরিকান দাবা খেলোয়াড়।
• ১৯৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রুয়েড লাঙ্গারড, ডেনিশ অর্গানবাদক ও সুরকার।
• ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেলভিন জোরোম ব্ল্যাংক, তিনি ছিলেন আমেরিকান ভয়েস অভিনেতা ও গায়ক।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুমায়ূন রশীদ চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শামিল বাসায়য়েভ, তিনি ছিলেন চেচেন বিদ্রোহী নেতা।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওমর শরীফ, তিনি ছিলেন মিশরীয় অভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১০ জুলাইয়ের এই দিনে
১০ জুলাইয়ের এই দিনে• ০৮৭৪ সালে এই দিনে
User Rating: 4 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image