Skip to content
Latest
Anti-Obesity Day An Informative Guide to a Healthier TomorrowInternational Day for the Elimination of Violence against Women A Comprehensive GuideJohannes Diderik van der Waals A Trailblazer in Physics and Molecular ScienceExploring the Life and Legacy of André Gide A Pioneer in Modern LiteratureWorld Television Day Importance and How It Shapes Modern Society

৩১ জুলাইয়ের এই দিনে

৩১ জুলাইয়ের এই দিনে


• ১৪৯৮ সালের এই দিনে প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
• ১৬৫৮ সালের এই দিনে আওরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।
• ১৮০৬ সালের এই দিনে বৃটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
• ১৮০৭ সালের এই দিনে লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
• ১৮৫৬ সালের এই দিনে নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
• ১৯০৮ সালের এই দিনে স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
• ১৯২৭ সালের এই দিনে নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।
• ১৯৫৪ সালের এই দিনে ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।
• ১৯৭১ সালের এই দিনে এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।
• ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন।
• ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ ভিয়েতনাম।
• ১৯৭৮ সালের এই দিনে চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।
• ১৯৭৮ সালের এই দিনে চীনে শেক্সপিয়ারের রচনাবলীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
• ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।
• ২০০৬ সালের এই দিনে কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
• ২০০৭ সালের এই দিনে বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।
• ২০১২ সালের এই দিনে মাইকেল ফেলপস ১৯৬৪ সালে লারিসা লাথিনিয়ার গড়া অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ পুরস্কার বিজয়ের রেকর্ড ভাঙ্গেন।

• ১১১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিজো, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৫২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ম্যাক্সিমিলান, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৫৯৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেসান্দ্রো আলগার্দি, তিনি ছিলেন ইতালীয় ভাস্কর।
• ১৭০৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাব্রিয়েল ক্রেমার, তিনি ছিলেন সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৮০০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডরিক ভোলার, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ, তিনি ছিলেন ভারতীয় হিন্দি ও উর্দু ভাষার অন্যতম সফল সাহিত্যিক।
• ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম আলফ্রেড বিল ব্রাউন, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিল্টন ফ্রিড্ম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
• ১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ডি. বয়ার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিলারি পুটনাম, তিনি ছিলেন আমেরিকান গণিতবিদ, কম্পিউটার বিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেস নটেবোম, তিনি ডাচ সাংবাদিক, লেখক ও কবি।
• ১৯৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট কক্স মার্টন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
• ১৯৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড গ্রিফিথস, তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মমতাজ, তিনি ভারতীয় অভিনেত্রী।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল বিয়েহ্ন, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনতাজুর রহমান আকবর, তিনি বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েসলি স্নিপেস, তিনি আমেরিকান মার্শাল আর্টিস্ট, অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জে. কে. রাউলিং, তিনি ইংরেজ লেখক ও হ্যারি পটার সিরিজের লেখিকা।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডীন কেইন, তিনি একজন মার্কিন টিভি অভিনেতা। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছন।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়ায়েল আল-সেহরি, তিনি ছিলেন সৌদি আরবের সন্ত্রাসী ও আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১১ এর হাইজ্যেকার।
• ১৯৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ড্রু জেমস হল, তিনি দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাওলো ওয়াঞ্চপে, তিনি কোস্টারিকার সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস মারচেনা, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাবেল মদিনা গারিগুইয়েস, তিনি স্প্যানিশ টেনিস খেলোয়াড়।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টোরিয়া ফিওদোরোভনা আজারেঙ্কা, তিনি বেলারুশিয় টেনিস খেলোয়াড়।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাইল লারসন, তিনি আমেরিকান রেস কার ড্রাইভার।
• ১৯৯৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিল উজি ভার্ট, তিনি আমেরিকান হিপ হপ শিল্পী।

• ০০৫৪ খ্রিস্টপূর্বের এই দিনে মৃত্যুবরণ করেন অরেলিয়া কোটা, তিনি ছিলেন গাইউস জুলিয়াস সিজারের রোমান মা।
• ০৪৫০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পিটার ক্রাইসোলোগাস, তিনি ছিলেন ইতালীয় বিশপ ও সাধু।
• ১৩৫৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এতিয়েন মার্সেল, তিনি ছিলেন ফরাসি বিদ্রোহী নেতা।
• ১৭২৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় নিকোলাস বার্নোলি, তিনি ছিলেন সুইস গণিতবিদ ও তাত্ত্বিক।
• ১৭৫০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম জন, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৭৮৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডেনিস দিদেরট, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও সমালোচক।
• ১৮৭৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ড্রু জনসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।
• ১৮৮৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্ৎস লিস্ট, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক ও একজন সংগীতজ্ঞ।
• ১৯১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৯৪০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উধাম সিং, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী।
• ১৯৪৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেডলি ভেরিটি, তিনি ছিলেন পেশাদার ইংরেজ ক্রিকেটার।
• ১৯৪৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্টইনে ডে সাইন্ট-এক্সুপেরয়, তিনি ছিলেন ফরাসি পাইলট ও কবি।
• ১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সালাহউদ্দিন মমতাজ, তিনি ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
• ১৯৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বেলজিয়াম পল-হেনরি স্পাক, তিনি ছিলেন বেলজিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৪০তম প্রধানমন্ত্রী।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ রফি, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী।
• ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওমর তরিজোস, তিনি ছিলেন পানামার স্বৈরশাসক।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়িম ডুইসেনবেরগ, তিনি ছিলেন ডাচ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ম প্রেসিডেন্ট।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ববি রবসন, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গোর ভিডাল, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক, লেখক ও চিত্রনাট্যকার।
• ২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নবারুণ ভট্টাচার্য, তিনি ছিলেন ভারতীয় লেখক।
• ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রডি পাইপার, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান কুস্তিগীর ও অভিনেতা।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সিউমার পেপার্ট, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গণিতবিদ।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জান মোরো, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।
• ২০২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালান পার্কার, তিনি ছিলেন ইংরেজি চলচ্চিত্র নির্মাতা।
• ২০২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফিদেল ভি. রামোস, তিনি ছিলেন ফিলিপাইনের ১২তম রাষ্ট্রপতি।
• ২০২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বিল রাসেল, তিনি ছিলেন এনবিএ হল অফ ফেম প্লেয়ার ও কোচ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
৩১ জুলাইয়ের এই দিনে
৩১ জুলাইয়ের এই দিনে• ১৪৯৮ সালের এই দিন
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image