Skip to content
Latest
Johannes Diderik van der Waals A Trailblazer in Physics and Molecular ScienceExploring the Life and Legacy of André Gide A Pioneer in Modern LiteratureWorld Television Day Importance and How It Shapes Modern SocietyThe Legacy and Bravery of Tipu Sultan A Historical IconInternational Men's Day Importance and Celebration

১০ নভেম্বরের এই দিনে

১০ নভেম্বরের এই দিনে

Noor Hossain Day

• আজ নূর হোসেন দিবস। ও
• আজ বিশ্ব কেরাটোকোনাস দিবস।

• ১৪৯৩ সালে এই দিনে ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।
• ১৬৫৯ সালে এই দিনে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে।
• ১৬৯৮ সালে এই দিনে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।
• ১৯৮২ সালে এই দিনে পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল।
• ১৯৮৬ সালে এই দিনে বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেয়া হয়।

• ১৪৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন লুথার, তিনি ছিলেন জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা।
• ১৬৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাসোয়া কোউপেরিন, তিনি ছিলেন ফরাসি অর্গানবাদক ও সুরকার।
• ১৬৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও সমালোচক।
• ১৭২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলিভার গোল্ডস্মিথ, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
• ১৭৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডরিক সচিলের, তিনি ছিলেন জার্মান কবি, নাট্যকার, ও ইতিহাসবিদ।
• ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিচিন ফুনাকোশি, তিনি ছিলেন জাপানি মার্শাল আর্টিস্ট, "জাপান কারাতে এসোসিয়েশন" এর প্রতিষ্ঠাতা।
• ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেই টুপোলেভ, তিনি ছিলেন রাশিয়ান ইঞ্জিনিয়ার, ডিজাইনার ও টুপোলেভ কোম্পানি প্রতিষ্ঠাতা।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অমল হোম, তিনি ছিলেন বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নস্ট অটো ফিশার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল কালাশনিকভ, তিনি ছিলেন রাশিয়ান জেনারেল, প্রকৌশলী, একে-৪৭ অস্ত্রের বিশ্ব বিখ্যাত নির্মাতা ও ডিজাইনার।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড বার্টন, তিনি ছিলেন ওয়েলশ অভিনেতা।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এনিও মোরিকোনে, তিনি ছিলেন ইতালীয় ডঙ্কা প্লেয়ার, সুরকার ও কন্ডাকটর।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রায় সচেইডের, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল পোস্টাল, তিনি একজন মার্কিন ভাষাবিজ্ঞানী।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমজাদ খান চৌধুরী, তিনি বাংলাদেশী ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও প্রাক্তন সেনা কর্মকর্তা।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট এঙ্গেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আস্কার আকায়েভ, তিনি কিরগিজস্তানের অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জয় গোস্বামী, তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি ও সাহিত্যিক।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোলান্ড এমেরিখ, তিনি জার্মান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিল গাইমান, তিনি ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাট্রিক বেরগের, তিনি চেক ফুটবলার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটানি মারফি, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন্থনি রেভেইলেরে, তিনি ফরাসি ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডোভক অবরানিয়াক, তিনি পোলিশ ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আফতাব আহমেদ, তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক্সান্ডার কোলারোভ, তিনি সার্বীয় ফুটবলার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়িলফ্রিয়েড যাহা, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ২০০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাকেঞ্জি ফয়'স, তিনি আমেরিকান অভিনেত্রী।

• ১৪৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় ওলাডয়স্লাও, তিনি ছিলেন পোল্যান্ডের রাজা।
• ১৭২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্যডর আপ্রাক্সিন, তিনি ছিলেন রাশিয়ান এডমিরাল।
• ১৮৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যঁ নিকোলা আর্তু র্যাঁবো, তিনি ছিলেন ফরাসি কবি ও শিক্ষাবিদ।
• ১৯০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ এসেক্স ইভান্স, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ।
• ১৯১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাধারমন দত্ত, তিনি ছিলেন বাংলাদেশের বিখ্যাত বাউল মরমী সাধক।
• ১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি ট্রট, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কামাল আতাতুর্ক, তিনি ছিলেন তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওনিদ ব্রেজনেভ, তিনি ছিলেন ইউক্রেনীয় রাশিয়ান জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আ. ক. ম. মুজতবা, তিনি ছিলেন বাংলাদেশী সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নূর হোসেন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক চাবান-ডেল্মাস, তিনি ছিলেন ফ্রান্সের জেনারেল, রাজনীতিবিদ ও ১৫৩তম প্রধানমন্ত্রী।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক পালাঞ্চে, তিনি ছিলেন আমেরিকান মুষ্টিযোদ্ধা ও অভিনেতা।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নরম্যান মেইলার, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিরিয়াম মাকেবা, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়ান লাইনস, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী, লেখক ও সুরকার।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন মাইরন আম্ডাল, তিনি ছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেলমুট শ্মিট, জার্মান সৈনিক, তিনি ছিলেন জার্মানির অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১০ নভেম্বরের এই দিনে
১০ নভেম্বরের এই দিনে• আজ নূর হোসেন দিব
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image