Skip to content
Latest
Syed Shamsul Haque Legendary Literary IconShah Alam II Rise and Struggles UnveiledBangladesh Television BTV and Its Role in Shaping Media LandscapeAlauddin Ali A Visionary in Music and Cultural LegacyThe Growing Phenomenon of Honey Trapping and Its Implications

১৭ অক্টোবরের এই দিনে

১৭ অক্টোবরের এই দিনে

International Day for the Eradication of Poverty

• আজ আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস (International Day for the Eradication of Poverty)। ও
• আজ আন্তর্জাতিক ট্রমা দিবস৷

• ১৮৪৬ সালের এই দিনে সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।
• ১৮৪৮ সালের এই দিনে সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।
• ১৮৭১ সালের এই দিনে সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।
• ১৯০৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।
• ১৯০৫ সালর এই দিনে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
• ১৯১৪ সালের এই দিনে গ্রিস ও এশিয়া মাইনরে প্রচন্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
• ১৯২৪ সালের এই দিনে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
• ১৯৩৬ সালের এই দিনে ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়।
• ১৯৪০ সালের এই দিনে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।
• ১৯৪৮ সালের এই দিনে আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন।
• ১৯৬২ সালের এই দিনে গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।
• ১৯৭০ সালের এই দিনে জর্দান সেনা বাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল।
• ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হন্ডুরাস।
• ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।
• ১৯৮০ সালের এই দিনে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ মোহাম্মাদ আলী রাজাই জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে দেয়া ভাষণে তার দেশের ওপর ইরাকের ব্যর্থ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন।
• ১৯৮২ সালের এই দিনে হানাদার ইসরাইলী সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নিরিহ ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা চালায়।
• ১৯৯১ ‌ সালে এই দিনে উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (0.01 Version) ইন্টারনেটে প্রকাশিত হয়।
• ১৯৯৪ সালের এই দিনে চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়।
• ২০০৫ সালের এই দিনে দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শরু।

• ১৫৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিমিত্রি পোজহারস্কি, তিনি ছিলেন রাশিয়ান রাজপুত্র।
• ১৭৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাউড হেনরি ডি রউভরোয়, তিনি ছিলেন ফরাসি অর্থনীতিবিদ ও দার্শনিক।
• ১৭৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাউল সম্রাট লালন ফকির, তিনি ছিলেন আধ্যাত্মিক বাউল সাধক, সুরকার ও গায়ক।
• ১৭৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড মেন্টর জনসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবম ভাইস প্রেসিডেন্ট।
• ১৮০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেরেঙ্ক ডেক, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজনীতিবিদ।
• ১৮১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জি বুচনের, তিনি ছিলেন জার্মানি সুইস কবি ও নাট্যকার।
• ১৮১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যার সৈয়দ আহমদ খান বাহাদুর, তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার নীল, তিনি ছিলেন স্কটিশ শিক্ষাবিদ।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রয় কিলনার, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিওডোর এইক, তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন আর্থার, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রে গ্রেচকো, তিনি ছিলেন সোভিয়েত জেনারেল।
• ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার আশার মিলার, তিনি ছিলেন মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন প্যাটারসন ডনেলি, তিনি ছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট কারম্যান ক্যানসিনো, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও ড্যান্সার।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঝাও জিয়াং, তিনি ছিলেন চীনা রাজনীতিবিদ।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড মন্টগামারি ক্লিফট, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিগুয়েল ডেলিবেস, তিনি ছিলেন স্প্যানিশ সাংবাদিক ও লেখক।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড. খালিদ মাহমুদ, তিনি ছিলেন পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পন্ডিত।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলি অ্যাডামস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম অ্যান্ডার্স, তিনি হংকং বংশোদ্ভূত আমেরিকান জেনারেল ও মহাকাশচারী।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন নরম্যান হাইনেস, তিনি ইংরেজ স্কটস বংশোদ্ভূত ফুটবলার।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গট কিডডার, তিনি কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট জর্ডান, তিনি আমেরিকান সৈনিক ও লেখক।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মায় জেমিসন, তিনি আমেরিকান চিকিৎসক, শিক্ষাবিদ ও নভোচারী।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান জ্যাকসন, তিনি আমেরিকান গায়ক ও গীতিকার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোব মার্শাল, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও কোরিওগ্রাফার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সার্জিও গোয়োকোচিয়া, তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও সাংবাদিক।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরবিন্দ ডি সিলভা, তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াইক্লেফ জন, তিনি হাইতীয় বংশোদ্ভূত মার্কিনী সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অনিল কুম্বলে, তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিনেম, তিনি আমেরিকান র্যাপার, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তারকান, তিনি জার্মান বংশোদ্ভূত তুর্কি গায়ক।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেবাস্টিয়ান আব্রেউ, তিনি উরুগুয়ের সাবেক ফুটবলার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রে ভিলাস-বোয়াস, তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাবলো ইগলেসিয়াস টুরিওন, তিনি স্প্যানিশ রাজনীতিবিদ।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিমি রাইককোনেন, তিনি ফিনিশ রেস গাড়ি চালক।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ হাফিজ, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেলিসিটি জোনস, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিডেটো তাকাহাশি, তিনি জাপানি ফুটবলার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাকি কুমাগাই, তিনি জাপানি ফুটবলার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কীর্তি সুরেশ, তিনি ভারতীয় অভিনেত্রী।
• ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনেথ ওমেরু, তিনি নাইজেরিয়ান ফুটবলার।

• ০০৩৩ ক্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আগ্রিপ্পিনা দ্য এল্ডার, তিনি ছিলেন জুলিও-ক্লডিয়ান রাজবংশের একজন বিশিষ্ট সদস্য ছিলেন।
• ০৮৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আহমেদ ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন ১২শ আব্বাসীয় খলিফা।
• ১৫৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ সিডনি, তিনি ছিলেন ইংরেজ সভাসদ ও কবি।
• ১৫৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সেস্কো আই ডি 'মেডিসি, তিনি ছিলেন টাসকানির গ্র্যান্ড ডিউক।
• ১৭৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেনে আন্তোইন ফেরচাল্ট ডি রেউমুর, তিনি ছিলেন ফরাসি এনটমোলজিস্ট ও শিক্ষাবিদ।
• ১৮০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জান-জ্যাক ডেসালিনেস, তিনি ছিলে হাইতিয়ান কমান্ডার, রাজনীতিবিদ ও গভর্নর ও জেনারেল।
• ১৮৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান নেপোমুক হুমেল, তিনি ছিলেন অস্ট্রিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৮৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেদেরিক ফ্রান্সিস শোপাঁ, তিনি ছিলেন পোলিশ পিয়ানোবাদক ও সুরকার।
• ১৮৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুস্টাফ রবার্ট কিরশফ, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
• ১৮৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলায় চের্নিশেভস্কি, তিনি ছিলেন রাশিয়ান দার্শনিক ও সমালোচক।
• ১৮৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাউল সম্রাট লালন ফকির, তিনি ছিলেন আধ্যাত্মিক বাউল সাধক, সুরকার ও গায়ক।
• ১৮৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্যাট্রিস ডি মাক্মাহন, তিনি ছিলেন ফরাসি জেনারেল, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
• ১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বাঙালি স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
• ১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল কাউটস্কি, তিনি ছিলেন চেক বংশোদ্ভূত জার্মান সাংবাদিক, দার্শনিক ও তাত্ত্বিক।
• ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লি টাউনসেন্ড, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার ও আইনজীবী।
• ১৯৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাটালিয়া গোনচারাভা, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী, পোশাক ডিজাইনার ও সেট ডিজাইনার।
• ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাক আদামার, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পুই, তিনি ছিলেন চীনা সম্রাট।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করে ইনজেবার্গ বাচম্যান, তিনি ছিলেন অস্ট্রিয়ান লেখক ও কবি।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করে জিওভান্নি গ্রোঞ্চি, তিনি ছিলেন ইতালীয় শিক্ষাবিদ, সৈনিক, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেমন্ড আরন, তিনি ছিলেন ফরাসী সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবদুল মালেক উকিল, তিনি ছিলেন একজন বাংলাদেশ আইনজীবি ও রাজনীতিবিদ।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাকিম সাইদ, তিনি ছিলেন পাকিস্তানি পণ্ডিত ও রাজনীতিবিদ।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাসারু ইমোটো, তিনি ছিলেন জাপানি লেখক ও সমাজ কর্মী।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাওয়ার্ড কেন্ডাল, তিনি ছিলেন ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
• ২০১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজা কামিংস, তিনি ছিলেন আমেরিকান রাজনীতিবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৭ অক্টোবরের এই দিনে
১৭ অক্টোবরের এই দিনে• আজ আন্তর্জাতিক
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image