Skip to content
Latest
Alauddin Ali A Visionary in Music and Cultural LegacyThe Growing Phenomenon of Honey Trapping and Its ImplicationsAltaf Mahmud A Life Dedicated to Art Activism and NationalismCelebrating Border Guard Bangladesh Day and Its Role in National Security and CultureHeinrich Böll and His Impact on German Literature and Global Thought

২৯ অক্টোবরের এই দিনে

২৯ অক্টোবরের এই দিনে


• আজ বিশ্ব স্ট্রোক দিবস (World Stroke Day)।

• ১৭৬২ সালের এই দিনে ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অষ্টয়দের পরাজয় ঘটে।
• ১৮৫১ সালের এই দিনে ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয়।
• ১৮৮৮ সালের এই দিনে কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।
• ১৮৮৯ সালের এই দিনে ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।
• ১৯২০ সালের এই দিনে জামিয়া মিলিয়া ইসলামিয়া, ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।
• ১৯২৩ সালের এই দিনে ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের (১২৯৯ - ১৯২৩) বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে “তুরস্ক” রাষ্ট্রের পত্তন ঘটান।
• ১৯২৫ সালের এই দিনে সুইজারল্যছঅন্ডের লোকোর্নোয় ১২ দিন ব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৬৪ সালের এই দিনে টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।
• ১৯৭৪ সালের এই দিনে জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।
• ২০০৬ সালের এই দিনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

• ১৫০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্ডো আলভারেজ ডি তোলেডো, তিনি ছিলেন স্পেনীয় জেনারেল।
• ১৮১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ফের্ডিনান্ড, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরি, তিনি ছিলেন রোমানিয়ার রানী।
• ১৮৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলফ্রেড রোডস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও কোচ।
• ১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঞ্জ ভন পাপেন, তিনি ছিলেন জার্মান সৈনিক, রাজনীতিবিদ ও চ্যান্সেলর।
• ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্রাম ইওফ, তিনি ছিলেন রাশিয়ান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন গিরাউডউক্স, তিনি ছিলেন ফরাসি লেখক ও নাট্যকার।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল জোসেফ গোয়েবল্স, তিনি ছিলেন জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও চ্যান্সেলর।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আকিম তামিরভ, তিনি ছিলেন জর্জিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড্রিক ব্রাউন, তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ. জে. এয়ার, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক ও লেখক।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অনাথবন্ধু পাঁজা, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারুজ বেনাসেরাফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিস্কারক।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট হার্ডি, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাউস রোথ, তিনি ছিলেন ব্রিটিশ গণিতবিদ।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাজমউদ্দিন এরবাকান, তিনি ছিলেন তুর্কি প্রকৌশলী, রাজনীতিবিদ ও ২৩তম প্রধানমন্ত্রী।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়েভগেনয় প্রিমাকোভ, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩২তম প্রধানমন্ত্রী।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকি ডে সেন্ট ফ্যাল, তিনি ছিলেন ফরাসি ভাস্কর ও চিত্রশিল্পী।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড অ্যালেন, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসাও টাকাহাটা, তিনি জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাল্ফ বক্সী, তিনিআমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেন জনসন সিরলেয়াফ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ২৪তম প্রেসিডেন্ট।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মতিউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের বীরশ্রেষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বব রস, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী ও টেলিভিশন হোস্ট।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার গ্রিন, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড স্টিভেন ড্রাইফাস, তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল্লাহ গুল, তিনি তুর্কি শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১তম প্রেসিডেন্ট।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যান কাস্টেলানেটা, তিনি আমেরিকান অভিনেতা, ভয়েস শিল্পী, গায়ক ও প্রযোজক।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন মাগুফুলি, তিনি তানজানিয়ার রাজনীতিবিদ ও ৫তম রাষ্ট্রপতি।
• ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেন্ডি জ্যাকসন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াসমিন লে বন, তিনি ইংরেজ মডেল।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুফাস সিওয়েল, তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ কোকু, তিনি ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডউইন ফন দের সার, তিনি ডাচ সাবেক ফুটবলার।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেগ ব্লিউয়েট, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার, কোচ ও স্পোর্টসকাস্টার।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথু হেইডেন, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইনোনা রাইডার, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাব্রিয়েল ইউনিয়ন, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট পিরেস, তিনি ফরাসি সাবেক ফুটবলার।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল পল ভন, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাঘব লরেন্স, তিনি ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন ফস্টার, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রীমা সেন, তিনি ভারতীয় অভিনেত্রী।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিয়েল লিন, তিনি তাইওয়ান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি ম্যাথিউ, তিনি ফরাসি সাবেক ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিজেন্দর সিং, তিনি ভারতীয় বক্সার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টোভে লো, তিনি সুইডিশ গায়িকা ও গীতিকার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক সাড, তিনি সুইডিশ গায়ক।
• ১৯৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রিড এস, তিনি নরওয়েজিয়ান সংগীতশিল্পী, গীতিকার ও মডেল।
• ১৯৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যান্স স্ট্রোল, তিনি কানাডিয়ান রেস গাড়ি চালক।

• ১২৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কোনরাডিন, তিনি ছিলেন ইতালিয়ান রাজা।
• ১৩২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টেফান মিলুটিন, তিনি ছিলেন সার্বিয়ার রাজা।
• ১৬১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার রালেহ, তিনি ছিলেন ইংরেজ এডমিরাল, এক্সপ্লোরার ও রাজনীতিবিদ।
• ১৭৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন লে রন্ড ডি অ্যালেম্বার্ট, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
• ১৮২৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়া আনা মোজার্ট, তিনি ছিলেন অস্ট্রীয় পিয়ানোবাদক।
• ১৮৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি জর্জ, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক, দার্শনিক ও অর্থনীতিবিদ।
• ১৯০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওন জাজলগোস, তিনি ছিলেন আমেরিকান উইলিয়াম ম্যাককিনলের ঘাতক।
• ১৯১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ পুলিৎজার, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক।
• ১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হীরালাল সেন, তিনি ছিলেন বাঙালি চিত্রগ্রাহক, যাঁকে সাধারণত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে গণ্য করা হয়। এছাড়াও তিনি সর্বপ্রথম বিজ্ঞাপন বিষয়ক চলচ্চিত্রের নির্মাতা করেন।
• ১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সেস হজসন বারনেট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার।
• ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ বাবিনস্কি, তিনি ছিলেন ফরাসি নিউরোলজিস্ট ও শিক্ষাবিদ।
• ১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল পেনভেলি, তিনি ছিলেন ফ্রান্সের গণিতবিদ ও রাজনীতিবিদ, ৮৪ তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ গার্দিজিয়েফ, তিনি ছিলেন আর্মেনিয়ান ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।
• ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম গুস্তাফ, তিনি ছিলেন সুইডেনের রাজা।
• ১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুইস বি. মেয়ার, তিনি ছিলেন বেলারুশিয় বংশোদ্ভূত আমেরিকান উৎপাদন ব্যবস্থাপক ও প্রযোজক।
• ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আদল্ফ মেঞ্জু, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেনডুয়েন অলম্যান, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ বর্গ অলিভার, তিনি ছিলেন মাল্টার আইনজীবী, রাজনীতিবিদ ও ৭তম প্রধানমন্ত্রী।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ব্রাসেন্স, তিনি ছিলেন ফরাসি গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উডি হারম্যান, তিনি ছিলেন আমেরিকান গায়ক, ক্যারিনেট প্লেয়ার, স্যাক্সোফোনালিস্ট ও ব্যান্ডলিডার।
• ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কমলাদেবী চট্টোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় লেখক ও সমাজ কর্মী।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্টন লাভি, তিনি ছিলেন আমেরিকান জাদুবিদ, শয়তানের চার্চ এর প্রতিষ্ঠাতা।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেঞ্চো কোরেলি, তিনি ছিলেন ইতালীয় টেনার ও অভিনেতা।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শেখ সালাহউদ্দিন আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশী ক্রিকেটার।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লাস ইনগেসন, তিনি ছিলেন সুইডিশ ফুটবলার ও ম্যানেজার।
• ২০২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাঞ্জেলিকা আমন, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান আণবিক ও কোষ জীববিজ্ঞানী।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৯ অক্টোবরের এই দিনে
২৯ অক্টোবরের এই দিনে• আজ বিশ্ব স্ট্রো
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image