Skip to content
Latest
Zainul Abedin Inspiring Art Legacy UnveiledWoodrow Wilson: Inspiring Leadership and LegacySyed Shamsul Haque Legendary Literary IconShah Alam II Rise and Struggles UnveiledBangladesh Television BTV and Its Role in Shaping Media Landscape

১০ সেপ্টেম্বরের এই দিনে

World Suicide Prevention Day

==ছুটির দিন ও পালনীয়==


• আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস(World Suicide Prevention Day)।

==ঘটনাবলী==


• ১৭৯৪ সালের এই দিনে কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।
• ১৮৯৮ সালের এই দিনে অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।
• ১৯১৯ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার সাঁ-জের্মাঁ চুক্তি (Traîte de Saint-Germain) স্বাক্ষরিত।
• ১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।
• ১৯৭৪ সালের এই দিনে পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।
• ১৯৯৩ সালের এই দিনে দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়।
• ২০০৮ সালের এই দিনে বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।

==জন্ম==


• ১৫৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম জর্জ; তিনি ছিলেন হেসে-ডারমস্টাড্টের ল্যান্ডগ্রেভ।
• ১৬২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস সিডেনহাম; তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক ও লেখক।
• ১৬৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া থেরেসা; তিনি ছিলেন স্পেনের রানী।
• ১৬৫৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি পার্সেল; তিনি ছিলেন ইংরেজ অর্গানবাদক ও সুরকার।
• ১৭১৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলো জোমেলি; তিনি ছিলেন ইতালিয়ান সুরকার।
• ১৭৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন সোয়েন; তিনি ছিলেন ইংরেজ স্থপতি ও একাডেমিক।
• ১৭৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস ব্রাভো; তিনি ছিলেন মেক্সিকান সৈনিক, রাজনীতিবিদ ও ১১তম রাষ্ট্রপতি।
• ১৮৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস স্যান্ডার্স পেয়ার্স; তিনি ছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৮৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়ান ভন ওয়েরেফকিন; তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত সুইস চিত্রশিল্পী।
• ১৮৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল কোরেন্স; তিনি ছিলেন জার্মান উদ্ভিদবিদ ও জেনেটিসিস্ট।
• ১৮৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেপ্প আকজার; তিনি ছিলেন ডেনিশ লেখক ও কবি।
• ১৮৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুমার শ্রী রঞ্জিতসিংজী; তিনি ছিলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার ও রাজা।
• ১৮৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এইচ.ডি.; তিনি ছিলেন আমেরিকান কবি, ঔপন্যাসিক ও স্মৃতিচারণকারী।
• ১৮৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওভান্নি গ্রোঞ্চি; তিনি ছিলেন ইতালিয়ান সৈনিক, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৮৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোবিন্দ বল্লভ পন্থ; তিনি ছিলেন ইভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও উত্তর প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী।
• ১৮৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পুণ্যলতা চক্রবর্তী; তিনি ছিলেন বাঙালি শিশুসাহিত্যিক।
• ১৮৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলসা শিয়াপারেলি; তিনি ছিলেন ইতালীয়বংশোদ্ভূত ফরাসি ফ্যাশন ডিজাইনার।
• ১৮৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেঞ্জ ওয়েফেল; তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত বোহেমিয়ান লেখক, কবি ও নাট্যকার।
• ১৮৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মর্টিমার হুইলার; তিনি ছিলেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ও অফিসার।
• ১৮৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার হোলি কম্পটন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
• ১৮৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার ডভজেনকো; তিনি ছিলেন ইউক্রেনে বংশোদ্ভূত সোভিয়েত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও লেখক।
• ১৮৯৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডেল অ্যাস্টেয়ার; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
• ১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জেস বাটাইল; তিনি ছিলেন ফরাসি দার্শনিক, ঔপন্যাসিক ও কবি।
• ১৮৯৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেসি লাভ; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯০৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেমন্ড স্কট; তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও ব্যান্ডলিডার।
• ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বসপ্পা ধনপ্পা জত্তী; তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৫ম ভাইস প্রেসিডেন্ট।
• ১৯১৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ওয়াইজ; তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও প্রযোজক।
• ১৯১৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডমন্ড ওব্রায়েন; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন ভ্যানিয়ার; তিনি ছিলেন কানাডিয়ান দার্শনিক ও মানবতাবাদী।
• ১৯২৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নল্ড পামার; তিনি ছিলেন আমেরিকান গল্ফার ও ব্যবসায়ী।
• ১৯৩১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ বেকার হল; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়েভজেনি ক্রুনভ; তিনি ছিলেন রাশিয়ান কর্নেল ও মহাকাশচারী।
• ১৯৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল লাগেরফেল্ড; তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি ফ্যাশন ডিজাইনার ও ফটোগ্রাফার।
• ১৯৩৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরি অলিভার; তিনি ছিলেন আমেরিকান কবি।
• ১৯৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যারেড ডায়মন্ড; তিনি আমেরিকান জীববিজ্ঞানী, ভূগোলবিদ ও লেখক।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এটিএম শামসুজ্জামান; তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভেন জে গুল্ড; তিনি আমেরিকান জীবাশ্মবিদ, জীববিজ্ঞানী ও লেখক।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোসে ফেলিসিয়ানো; তিনি পুয়ের্তো রিকানের গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল অ্যালিয়ট-মারি; তিনি ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম হাইন্স; তিনি ছিলেন আমেরিকান স্প্রিন্টার ও ফুটবল খেলোয়াড়।
• ১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিল ও'রিলি; তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৯৫০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জো পেরি; তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যামি আরভিং; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস কলম্বাস; তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিসন বেচডেল; তিনি আমেরিকান লেখক ও চিত্রকর।
• ১৯৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন ফার্থ; তিনি ইংরেজ অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন র‌্যান্ডি জনসন; তিনি আমেরিকান সাবেক বেসবল খেলোয়াড়।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক মা; তিনি চীনা ব্যবসায়ী ও আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়াস হারজোগ; তিনি অস্ট্রিয়ান সাবেক ফুটবলার ও পরিচালক।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাই রিচি; তিনি ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিরকো ফিলিপোভিচ; তিনি ক্রোয়েশিয়ান মিশ্র মার্শাল আর্টিস্ট, বক্সার ও রাজনীতিবিদ।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রায়ান ফিলিপ; তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন ওয়ালেস; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ প্যাগেট থমসন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
• ১৯৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর কাসাই; তিনি হাঙ্গেরীয় সাবেক ফুটবলার ও রেফারি।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্তাভো কুয়ের্টেন; তিনি ব্রাজিলের সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রামুনাস সিসকাউসকাস; তিনি লিথুয়ানিয়ান সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকি ওয়ে; তিনি আমেরিকান বেস প্লেয়ার ও গীতিকার।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জার্মান ডেনিস; তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিস্টি কোপল্যান্ড; তিনি আমেরিকান ব্যালেরিনা ও লেখিকা।
• ১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি তোউলান; তিনি ফরাসি সাবেক ফুটবলার।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ন মর্গ্যান; তিনি আয়ারল্যান্ড বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট রিচি; তিনি ইংরেজ ফুটবলার।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যাম মরসি; তিনি মিশরীয় ফুটবলার।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যাম কের; তিনি অস্ট্রেলিয়ান মহিলা ফুটবলার।
• ১৯৯৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক গ্রিলিশ; তিনি ইংরেজ ফুটবলার।
• ২০০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্মান্দো ব্রোয়া; তিনি আলবেনিয়ান বংশোদ্ভূত ইংরেজ ফুটবলার।

==মৃত্যু==


• ০২১০ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ছিন শি হুয়াং; তিনি ছিলেন চীন প্রথম সম্রাট।
• ০৯১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় বাল্ডউইন; তিনি ছিলেন ফ্রাঙ্কিশ মার্গ্রেভ।
• ০৯৫৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ লুই; তিনি ছিলেন পশ্চিম ফ্রান্সিয়ার রাজা।
• ১১৬৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মাটিল্ডা; তিনি ছিলেন ইংল্যান্ডের সম্রাজ্ঞী।
• ১১৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় হেনরি; তিনি ছিলেন কাউন্ট অফ শ্যাম্পেন।
• ১৩০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গো-নিজো; তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৩৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম লুইস; তিনি ছিলেন হাঙ্গেরির রাজা।
• ১৪১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন দ্য ফিয়ারলেস; তিনি ছিলেন ডিউক অফ বারগান্ডি।
• ১৪৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফেদেরিকো দা মন্টেফেলট্রো; তিনি ছিলেন ইতালীয় যুদ্ধবাজ।
• ১৫০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ফিলিবার্ট; তিনি ছিলেন ডিউক অফ স্যাভয়।
• ১৬৬৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিয়েটা মারিয়া; তিনি ছিলেন ফ্রান্সের রানী।
• ১৭৪৯ সালের এই দিনে মৃত্যুবরণ করে এমিলি ডু চাটেলেট; তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৭৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যারি ওলস্টোনক্রাফট; তিনি ছিলেন ইংরেজ নারীবাদী লেখিকা।
• ১৮০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োহান ক্রিস্টফ আডেলুং; তিনি ছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী।
• ১৮৪২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লেটিশিয়া টাইলার; তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জন টেইলারের সহধর্মীনি ও ফার্স্টলেডি।
• ১৮৮৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় চার্লস; তিনি ছিলেন মোনাকোর যুবরাজ।
• ১৮৯৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ; তিনি ছিলেন অস্ট্রিয়া সম্রাজ্ঞী।
• ১৯১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বাঘা যতীন; তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা।
• ১৯২৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সুকুমার রায়; তিনি ছিলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন।
• ১৯৩১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দিমিত্রি এগোরোভ; তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৩৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হুই লং; তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও লুইসিয়ানার ৪০তম গভর্নর।
• ১৯৪৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফার্ডিনান্ড; তিনি ছিলেন বুলগেরিয়ার রাজা।
• ১৯৬১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উলফগ্যাং ফন ট্রিপস; তিনি ছিলেন জার্মান রেস কার ড্রাইভার।
• ১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পিয়ার অ্যাঞ্জেলি; তিনি ছিলেন ইতালীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৭৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যান্স সোয়ারোস্কি; তিনি ছিলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কন্ডাক্টর ও শিক্ষাবিদ।
• ১৯৭৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ প্যাগেট থমসন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
• ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডাল্টন ট্রাম্বো; তিনি ছিলেন আমেরিকান চিত্রনাট্যকার ও ঔপন্যাসিক।
• ১৯৭৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আগস্টিনহো নেটো; তিনি ছিলেন অ্যাঙ্গোলান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
• ১৯৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স ব্লখ; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
• ১৯৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন ব্রাউয়ার মিনোচ; তিনি ছিলেন আমেরিকান সবচেয়ে ভারী মানুষ।
• ১৯৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বি জে ভরস্টার; তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আর্নস্ট ওপিক; তিনি ছিলেন এস্তোনীয় জ্যোতির্বিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জক স্টেইন; তিনি ছিলেন স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৮৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভার্জিনিয়া সাতির; তিনি ছিলেন আমেরিকান সাইকোথেরাপিস্ট অ লেখক।
• ১৯৯১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক ক্রফোর্ড; তিনি ছিলেন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়।
• ১৯৯৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস ডেননের; তিনি ছিলেন ফরাসি অভিনেতা।
• ১৯৯৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোয়ান ডরু; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০০০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেবুন্নেসা হামিদুল্লাহ; তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানী সাংবাদিক ও লেখক।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেরমান বন্ডি; তিনি ছিলেন অস্ট্রীয় গণিতবিদ ও মহাবিশ্বতত্ত্ববিদ।
• ২০০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ তাউফাহাউ টুপাউ; তিনি ছিলেন টোঙ্গান রাজা।
• ২০০৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অনিতা রডিক; তিনি ছিলেন ইংরেজ ব্যবসায়ী।
• ২০০৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেন ওয়াইম্যানন; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিফ রবার্টসন; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড কিয়েল; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাড্রিয়ান ফ্রুটিগার; তিনি ছিলেন সুইস টাইপফেস ডিজাইনার।
• ২০২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডায়ানা রিগ; তিনি ছিলেন ব্রিটিশ অভিনেত্রী।
• ২০২৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইয়ান উইলমুট; তিনি ছিলেন ব্রিটিশ ভ্রূণ বিশেষজ্ঞ।

#১০_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১০ সেপ্টেম্বরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ বিশ্ব আত্মহত্
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image