Skip to content
Latest
Khondakar Ashraf Hossain Legendary Poet Who Inspires GenerationsWest Indies Federation Untold Triumphs RevealedShawkat Osman's Legacy Inspires Remarkable InsightsDiscover Brilliant Legacy of Jasimuddin MasterpieceThe Heroic Journey of Muhammad bin Qasim

১৫ সেপ্টেম্বরের এই দিনে

International Democracy Day

==ছুটির দিন ও পালনীয়==


• আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস (The International Day of Democracy)। ও
• আজ বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস।

==ঘটনাবলী==


• ০৯৯৪ সালের এই দিনে ওরেন্তেসের যুদ্ধে বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে।
• ১৬৫৬ সালের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
• ১৮১২ সালের এই দিনে নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।
• ১৮১২ সালের এই দিনে ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
• ১৮২১ সালের এই দিনে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও ঝকোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
• ১৮৩৫ সালের এই দিনে ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
• ১৮৯৪ সালের এই দিনে পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
• ১৯১৬ সালের এই দিনে বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়৷
• ১৯২৮ সালের এই দিনে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
• ১৯৩৫ সালের এই দিনে নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।
• ১৯৪৬ সালের এই দিনে বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
• ১৯৪৭ সালের এই দিনে তমদ্দুন মজলিস 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' নামে একটি পুস্তিকা প্রকাশ করে।
• ১৯৫৮ সালের এই দিনে আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র ইডেন গার্ডেন্সের নিজস্ব “আকাশবাণী ভবন”- স্নানান্তরিত হয়।
• ১৯৫৮ সালের এই দিনে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপজ্জনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয়৷
• ১৯৫৯ সালের এই দিনে দূরদর্শন (সংক্ষেপে ডিডি) ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
• ১৯৫৯ সালের এই দিনে নিকিতা ক্রশেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।
• ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিশর ও সিরিয়া।
• ১৯৮১ সালের এই দিনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
• ১৯৮২ সালের এই দিনে লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন।
• ১৯৮৯ সালের এই দিনে পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে৷
• ১৯৯১ সালের এই দিনে দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসিডোনিয়া সাবেক ইউগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে৷
• ১৯৯১ সালের এই দিনে বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণ রায় প্রদান।
• ১৯৯৬ সালের এই দিনে ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।
• ২০০৮ সালের এই দিনে আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এ যাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।

==জন্ম==


• ০৬০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলী ইবনে আবু তালিব; তিনি ছিলেন প্রথম শিয়া ইমাম।
• ০৭০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হযরত উতবা (রঃ); তিনি ছিলেন সিরিয়ার সর্বশেষ সাহাবী।
• ০৭৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাইচো; তিনি ছিলেন জাপানি সন্ন্যাসী।
• ০৭৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আল-মামুন; তিনি ছিলেন ইরাকি খলিফা।
• ১২৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো পোলো; তিনি ছিলেন ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক।
• ১৫০৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাঙ্গেরির মেরি; তিনি ছিলেন ডাচ শাসক।
• ১৫৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রিয়ার ক্যাথরিন; তিনি ছিলেন পোল্যান্ডের রানী।
• ১৬১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঁসোয়া দে লা রোচেফৌকাল্ড; তিনি ছিলেন ফরাসী সৈনিক ও লেখক।
• ১৭৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন সিলভাইন বেলি; তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিদ, গণিতবিদ ও রাজনীতিবিদ।
• ১৭৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ফেনিমোর কুপার; তিনি ছিলেন আমেরিকান সৈন্য ও লেখক।
• ১৮২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার বাটলারোভ; তিনি ছিলেন রাশিয়ান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পোর্ফিরিও দিয়াজ; তিনি ছিলেন মেক্সিকান জেনারেল, রাজনীতিবিদ, ২৯তম রাষ্ট্রপতি।
• ১৮৫৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট; তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।
• ১৮৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ডি ফুকোল্ড; তিনি ছিলেন ফরাসি যাজক ও শহীদ।
• ১৮৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এম. বিশ্বেশ্বরায়া; তিনি ছিলেন ভারতীয় প্রকৌশলী, পণ্ডিত ও ভারতরত্ন বিজয়ী।
• ১৮৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুনো ওয়াল্টার; তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাক্টর।
• ১৮৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়; তিনি ছিলেন জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
• ১৮৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ লিয়ন্স; তিনি ছিলেন অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও দশম প্রধানমন্ত্রী।
• ১৮৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইট্টোর বুগাট্টি; তিনি ছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত ফরাসি ব্যবসায়ী।
• ১৮৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল লেভি; তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।
• ১৮৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্ক মার্টিন; তিনি ছিলেন সুইস বংশোদ্ভূত ডাচ পিয়ানোবাদক ও সুরকার।
• ১৮৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগাথা ক্রিস্টি; তিনি ছিলেন ইংরেজ অপরাধ উপন্যাসকার, ছোট গল্পের লেখক ও নাট্যকার।
• ১৮৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার ক্লেইন; তিনি ছিলেন সুইডিশ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন রেনোয়ার; তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯০৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় উম্বের্টো; তিনি ছিলেন ইতালির রাজা।
• ১৯০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক বেকার; তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯০৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুনার একেলফ; তিনি ছিলেন সুইডিশ কবি ও লেখক।
• ১৯০৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফে ওয়ে; তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ১৯১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহানেস স্টেইনহফ; তিনি ছিলেন জার্মান জেনারেল ও পাইলট।
• ১৯১৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রাইটন আব্রামস; তিনি ছিলেন আমেরিকান জেনারেল।
• ১৯১৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডলফো বায়ো কাসারেস; তিনি ছিলেন আর্জেন্টিনার সাংবাদিক ও লেখক।
• ১৯১৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট লকউড; তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী।
• ১৯১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফাউস্টো কপি; তিনি ছিলেন ইতালিয়ান সাইক্লিস্ট ও সৈনিক।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকি কুপার; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওর্গি লাজার; তিনি ছিলেন হাঙ্গেরির রাজনীতিবিদ ও ৫০তম প্রধানমন্ত্রী।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শোহেই ইমামুরা; তিনি ছিলেন জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন-পিয়ের সেরে; তিনি ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাননবল অ্যাডারলি; তিনি আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও ব্যান্ডলিডার।
• ১৯২৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারি গেল-ম্যান; তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ১৯২৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন জুলিয়াস নরউইচ; তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও লেখক।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাশলে কুপার; তিনি ছিলেন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শোহেই ইমামুরা; তিনি জাপানী পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্দো ডে লা রুয়া; তিনি ছিলেন আর্জেন্টিনার আইনজীবী, রাজনীতিবিদ ও ৫১তম রাষ্ট্রপতি।
• ১৯৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট লুকাস; তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্লোরিয়ান আলবার্ট; তিনি ছিলেন হাঙ্গেরিয়ান ফুটবলার ও পরিচালক।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিরোস্লো হার্মাসজেউস্কি; তিনি ছিলেন পোলিশ জেনারেল, পাইলট ও নভোচারী।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউরি নর্স্টেইন; তিনি ছিলেন রাশিয়ান অ্যানিমেটর, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর জুবকোভ; তিনি রাশিয়ান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩৭তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রাহাম টেলর; তিনি ছিলেন ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারমেন মাউরা; তিনি স্প্যানিশ অভিনেত্রী।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসি নরম্যান; তিনি ছিলেন আমেরিকান সোপ্রানো।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যান্স-হার্ট প্যাটারিং; তিনি জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমি লি জোন্স; তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলিভার স্টোন; তিনি একাডেমী পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল জন প্রোক্টর; তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার, কোচ ও রেফারি।
• ১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান নিসকেন্স; তিনি ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্রান্ট ডিংক; তিনি ছিলেন তুর্কি সাংবাদিক।
• ১৯৫৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল কাদির; তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাগি রেইলি; তিনি স্কটিশ গায়ক ও গীতিকার।
• ১৯৫৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক কার্ক; তিনি আমেরিকান কমান্ডার, আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যান মারিনো তিনি আমেরিকান সাবেক ফুটবল খেলোয়াড় ও স্পোর্টসকাস্টার।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিক প্যাটারসন; তিনি ওয়েস্ট ইন্ডিয়াঅ।সাবেক ক্রিকেটার।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ফিকো; তিনি ছিলেন স্লোভাক রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ ওয়াটকিন; তিনি ওয়েলশ সাবেক ক্রিকেটার।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানি নুচি; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোশ চার্লস; তিনি আমেরিকান অভিনেতা ও পরিচালক।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েন ফেরেইরা; তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাথান জন অ্যাসলে; তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি কার; তিনি ইংরেজ কৌতুক অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেটিজিয়া; তিনি স্পেনের রানী।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রিন্স ড্যানিয়েল; তিনি ভ্যাস্টারগোটল্যান্ডের ডিউক ও সুইডিশ রাজপুত্র।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিমামান্ডা এনগোজি অ্যাডিচি; তিনি নাইজেরিয়ান ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও ছোটগল্প লেখক।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম হার্ডি; তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসন টেরি; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইডুর গুজজনসেন; তিনি আইসল্যান্ডীয় সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভ অ্যানাবল; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস রুইজ; তিনি গুয়াতেমালার সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন শোয়ার্টজ; তিনি আমেরিকান কৌতুক অভিনেতা ও লেখক।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রিন্স হ্যারি; তিনি ব্রিটিশ রাজ পরিবারেরর রাজপুত্র।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনা মার্বেলস; তিনি আমেরিকান ইউটিউবার ও কৌতুক অভিনেতা।
• ১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালি চিসসোখো; তিনি ফরাসি ফুটবলার।
• ১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেলসি কেন; তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যারন মুয়; তিনি অস্ট্রেলিয়ান ফুটবলার।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস শ্রোডার; তিনি জার্মান বাস্কেটবল খেলোয়াড়।

==মৃত্যু==


• ০৬৬৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় কনস্ট্যান্স; তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
• ০৯২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বোহেমিয়ার লুডমিলা; তিনি ছিলেন চেক শহীদ ও সাধু।
• ১২৩১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম লুই; তিনি ছিলেন বাভারিয়ার ডিউক।
• ১৫৫৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইসাবেলা জাগিলোন; তিনি ছিলেন হাঙ্গেরির রানী।
• ১৭০০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে লে নোত্রে; তিনি ছিলেন ফরাসী মালী।
• ১৮৪২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিসকো মোরাজান; তিনি ছিলেন গুয়াতেমালান জেনারেল, আইনজীবি ও রাজনীতিবিদ।
• ১৮৫৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইসমবার্ড কিংডম ব্রুনেল; তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও গ্রেট পশ্চিম রেলওয়ে ডিজাইনার।
• ১৮৬৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন হ্যানিং স্পিক; তিনি ছিলেন ইংরেজ সৈনিক ও অভিযাত্রী।
• ১৮৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ প্লাতো; তিনি ছিলেন বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ১৯২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রোমান ভন উঙ্গার্ন-স্টার্নবার্গ; তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত রাশিয়ান জেনারেল।
• ১৯২৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক।
• ১৯৩০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মিল্টন সিলস; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৩৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টমাস ওল্ফ; তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ১৯৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে টারদিউ; তিনি ছিলেন ফ্রান্সের সাংবাদিক, রাজনীতিবিদ ও ৯৭তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্টন ওয়েবারন; তিনি ছিলেন অস্ট্রীয় সুরকার ও পথপ্রদর্শক।
• ১৯৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ষষ্ঠ গুস্টাফ আডোলফ; তিনি ছিলেন সুইডেনের রাজা।
• ১৯৭৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলি মেসারশমিট; তিনি ছিলেন জার্মান প্রকৌশলী ও শিক্ষাবিদ।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বিল ইভান্স; তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯৮৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট পেন ওয়ারেন; তিনি ছিলেন আমেরিকান কবি, লেখক ও সমালোচক।
• ১৯৯৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি কল্ডার; তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
• ১৯৯৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গুনার নর্ডাহল; তিনি ছিলেন সুইডিশ ফুটবলার ও পরিচালক।
• ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জনি রামোন; তিনি ছিলেন আমেরিকান গিটারিস্ট ও গীতিকার।
• ২০০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওরিয়ানা ফাল্লাচি; তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও লেখক।
• ২০০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নিতুন কুণ্ডু; তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
• ২০০৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কলিন ম্যাক্রেই; তিনি ছিলেন স্কটিশ রেস গাড়ি চালক।
• ২০০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড রাইট; তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও কীবোর্ড প্লেয়ার।
• ২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিস বে; তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হাবিব মুনজির আল-মুসাওয়া; তিনি ছিলেন ইন্দোনেশিয়ান আলেম ও পণ্ডিত।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি ডিন স্ট্যান্টন; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিক ওকাসেক; তিনি ছিলেন আমেরিকান সঙ্গীতজ্ঞ।
• ২০২৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফার্নান্দো বোটেরো; তিনি ছিলেন কলম্বিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর।

#১৫_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৫ সেপ্টেম্বরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ আন্তর্জাতিক গ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image