Skip to content
Latest
International Talk Like a Pirate Day: A Fun Global CelebrationWorld Water Monitoring Day: Protecting Our Most Precious ResourceInternational Day for the Preservation of the Ozone LayerThe Importance of International Day of DemocracySeven Sisters of India: A Region of Rich Diversity and Complex Challenges

২৪ সেপ্টেম্বরের এই দিনে

২৪ সেপ্টেম্বরের এই দিনে

Mishuk Munier

• ১৭২৬ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।
• ১৭৮৯ সালের এই দিনে যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।
• ১৭৮৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।
• ১৮০৫ সালের এই দিনে ফরাসী সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন।
• ১৮৪১ সালের এই দিনে ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।
• ১৯১৯ সালের এই দিনে বঙ্গোপসগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়।
• ১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
• ১৯৩৯ সালের এই দিনে জার্মানীর বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ার্শতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে।
• ১৯৪৮ সালের এই দিনে হোন্ডা মোটরস্‌ কোম্পানির প্রতিষ্ঠা।
• ১৯৬০ সালের এই দিনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গঠিত হয়।
• ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার।
• ১৯৭৪ সালের এই দিনে আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।
• ১৯৮৮ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোক গমন করেন।
• ১৯৯০ সালের এই দিনে সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।
• ২০০৭ সালের এই দিনে ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
• ০০১৫ খ্রিস্টপূর্বের এই দিনে ভিটিলিয়াস, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৫০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিরোলামো কার্দানো, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ, চিকিৎসক ও জ্যোতিষী।
• ১৫৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুরু রাম দাস, তিনি ছিলেন চতুর্থ শিখ গুরু।
• ১৫৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম অ্যাডামস, তিনি ছিলেন ইংলিশ নাবিক ও নেভিগেটর।
• ১৫৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালবার্ট ভন ওয়ালেনস্টাইন, তিনি ছিলেন বোহেমিয়ান জেনারেল।
• ১৬২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান ডে ওয়িট, তিনি ছিলেন ডাচ গণিতবিদ ও রাজনীতিবিদ।
• ১৭১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোরেস ওয়ালপোল, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ, লেখক ও রাজনীতিবিদ।
• ১৭৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন মার্শাল, তিনি ছিলেন আমেরিকান ক্যাপ্টেন, আইনজ্ঞ ও রাজনীতিবিদ।
• ১৮০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল ওস্ট্রোগ্রেস্কি, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিকাজী রুস্তম কামা, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ন ব্যক্তিত্ব।।
• ১৮৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস-ফার্ডিনান্ড রামুজ, তিনি ছিলেন সুইস লেখক ও কবি।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুস্তাফা ইসমত ইনোনু, তিনি ছিলেন তুরস্কের জেনারেল, রাজনীতিবিদ ও দ্বিতীয় প্রেসিডেন্ট।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আঁদ্রে ফ্রেডেরিক কউরনান্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এফ. স্কট ফিৎসগার্ড, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও ছোট গল্প লেখক।
• ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাওয়ার্ড ফ্লোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান হাওয়ার্ড ফ্লোরি ও জীববিজ্ঞানী।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সৈয়দ রুহুল্লাহ মুসাওয়ী খোমেনী, তিনি ছিলেন ইরানের ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ।
• ১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেভেরো ওচোয়া, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কনস্ট্যান্টিন কার্নেনকো, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ডব্লিউ ইয়ং, তিনি ছিলেন আমেরিকান কাপ্টাইন অধিনায়ক, প্রকৌশলী ও মহাকাশচারী।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম হেনসন, তিনি আমেরিকান প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিন্ডা ম্যাককার্টনি, তিনি ছিলেন আমেরিকান গায়ক, ফটোগ্রাফার ও সমাজ কর্মী।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া তেরেসা রুয়েজ, তিনি চিলির প্রমিলা জ্যোতির্বিদ।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মহিন্দর অমরনাথ, তিনি পাতিয়ালায় বংশোদ্ভূত ভারতের সাবেক ক্রিকেটার।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো টারডেল্লি, তিনি ইতালি সাবেক ফুটবলার ও প্রশিক্ষক।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্র্যাড বার্ড, তিনি আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার, অ্যানিমেটর, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন সোর্বো, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশুক মুনীর, তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকতার রূপকার ও বিশিষ্ট চিত্রগ্রাহক।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিয়া ভার্দালস, তিনি কানাডার বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও চিত্রনাট্যকার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টেফানি ম্যাকমোহান, তিনি আমেরিকান কুস্তিগীর ও ব্যবসায়ী।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্যাবিও ওরেলিও, তিনি সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন আর্নে রিইজ, তিনি সাবেক নরওয়ে ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিয়ানর ক্যাটন, তিনি কানাডিয়ান বংশোদ্ভূত নিউ জিল্যান্ডের উপন্যাসিক।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জনাথন সরিয়ানো, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওরিওল রোমেউ, তিনি স্পেনীয় ফুটবলার।
• ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন প্ল্যাট, তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও গীতিকার।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তোসিন আদারাবিয়ো, তিনি ইংরেজ ফুটবলার।
• ২০০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জো লক, তিনি ম্যাঙ্কস অভিনেতা।

• ০৭৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেপিন দ্য শর্ট, তিনি ছিলেন ফ্র্যাঙ্কিশ রাজা।
• ১০৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হারমান, তিনি ছিলেন জার্মান সুরকার, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১১২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন  দ্বিতীয় ওয়েলফ, তিনি ছিলেন বাভারিয়ার ডিউক।
• ১১৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাগনেস, তিনি ছিলেন জার্মানির সালিয়ান রাজপরিবারের সদস্য।
• ১১৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যানুয়েল প্রথম কমনেনোস, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
• ১২২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টেফান প্রথম-মুকুটধারী, তিনি ছিলেন সার্বিয়ান রাজা।
• ১৪৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইসাবেউ, তিনি ছিলেন ফ্রান্সের রানী।
• ১৪৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পোরারানিয়ার এরিক, তিনি ছিলেন নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন রাজা।
• ১৪৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পলিজিয়ানো, তিনি ছিলেন ইতালীয় কবি ও পণ্ডিত।
• ১৫৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্যারাসেলসাস, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত সুইস চিকিৎসক, উদ্ভিদবিদ ও রসায়নবিদ।
• ১৫৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট অফ মাইঞ্জ, তিনি ছিলেন জার্মান কার্ডিনাল।
• ১৬২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জান ক্যারল চোডকিউইচ, তিনি ছিলেন পোলিশ কমান্ডার।
• ১৭৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেজেন, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৮০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার রাদিশেভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও সমালোচক।
• ১৮৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ডোম পেদ্রো, তিনি ছিলেন ব্রাজিল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক।
• ১৮৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্যাট্রিক ব্র্যানওয়েল ব্রন্টে, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী ও কবি।
• ১৮৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই গেরহার্ড ডি গিয়ার, তিনি ছিলেন সুইডেনের আইনজীবী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।
• ১৯০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিল্‌স র‍্যুবের্গ ফিনসেন, তিনি ছিলেন আইসল্যান্ডীয় বংশোদ্ভূত ফারো নোবেল পুরস্কার বিজয়ী চিকিৎসক ও বিজ্ঞানী।
• ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নাহুতিদানকারী বাঙালি নারী।
• ১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল লেমেল, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র প্রযোজক।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যান্স গেইগার, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাসো ভন মান্তেউফেল, তিনি ছিলেন জার্মান জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সারাহ চার্চিল, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও ড্যান্সার।
• ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ড. সিউস, তিনি ছিলেন আমেরিকান শিশু বই লেখক, কবি ও চিত্রশিল্পী।
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রুনো পন্টেকোর্ভো, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঙ্কোইস সাগান, তিনি ছিলেন ফরাসি লেখক ও চিত্রগ্রাহক।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেনাদি ইভানোভিচ ইয়ানায়েভ, তিনি ছিলেন রাশিয়ার প্রকৌশলী, রাজনীতিবিদ ও সোভিয়েত ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার হগউড, তিনি ছিলেন ইংলিশ হার্পসিকর্ড বাদক ও কন্ডাক্টর।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিল মলিসন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান গবেষক, লেখক ও জীববিজ্ঞানী।
• ২০২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফারোহ স্যান্ডার্স, তিনি ছিলেন আমেরিকান জ্যাজ স্যাক্সোফোনিস্ট।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৪ সেপ্টেম্বরের এই দিনে
২৪ সেপ্টেম্বরের এই দিনে• ১৭২৬ সালের এ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *