Skip to content
Latest
Anti-Obesity Day An Informative Guide to a Healthier TomorrowInternational Day for the Elimination of Violence against Women A Comprehensive GuideJohannes Diderik van der Waals A Trailblazer in Physics and Molecular ScienceExploring the Life and Legacy of André Gide A Pioneer in Modern LiteratureWorld Television Day Importance and How It Shapes Modern Society

০৬ আগস্টের এই দিনে

০৬ আগস্টের এই দিনে

Hiroshima Day

• আজ রবীন্দ্রপ্রয়াণ দিবস। ও
• আজ হিরোশিমা দিবস।

• ১৮২৫ সালের এই দিনে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
• ১৮৯০ সালের এই দিনে নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।
• ১৯০৬ সালের এই দিনে বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্‌ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
• ১৯১৪ সালের এই দিনে রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।
• ১৯১৪ সালের এই দিনে কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
• ১৯২৪ সালের এই দিনে মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের লোজান চুক্তি (Traité de Lausanne) কার্যকরী হয়।
• ১৯৪৫ সালের এই দিনে মিত্র শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারোমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
• ১৯৬২ সালের এই দিনে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।
• ১৯৯১ সালের এই দিনে ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় ।
• ১৯৯৬ সালের এই দিনে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।

• ১১৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে সম্রাট গো-তোবা, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৬৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস মালেব্রাঞ্চে, তিনি ছিলেন ফরাসি যাজক ও দার্শনিক।
• ১৬৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহান বার্নুয়ি, তিনি ছিলেন সুইস গণিতবিদ।
• ১৬৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সপ্তম চার্লস, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৮০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড লর্ড টেনিসন, তিনি ছিলেন পালনকর্তা টেনিসন ও ইংরেজ কবি।
• ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ক্লাউডেল, তিনি ছিলেন ফরাসি কবি ও নাট্যকার।
• ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেকজান্ডার ফ্লেমিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকের আবিস্কারক।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুট গিবসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নরম্যান গর্ডন, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট মিটচুম, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারবারা উইন্ডসর, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়ক।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাসাকি সাকাই, তিনি জাপানি অভিনেতা ও গায়ক।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল য়েওহ, তিনি মালয়েশিয়ার বংশোদ্ভূত হংকং অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন মিটনিক, তিনি আমেরিকান কম্পিউটার হ্যাকার ও লেখক।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এম নাইট শ্যামালান, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেরি হালিওেল, তিনি ইংরেজ গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভেরা ফারমিগা, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিসা লি মিলার, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে রোমান ওয়েইডেনফেলের, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে রবিন ফন পার্সি, তিনি ডাচ ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে ভেডাড ইবিসেভিক, তিনি বসনীয় ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে বাফেটিম্বি গমিস, তিনি ফরাসি ফুটবলার।

• ০৭৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মারওয়ান, তিনি ছিলেন উমাইয়া জেনারেল ও খলিফা।
• ১৬৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেন জনসন, তিনি ছিলেন ইংরেজ কবি ও নাট্যকার।
• ১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় একাডেমিক ও রাজনীতিবিদ।
• ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর ডব্লিউ আডোরনো, তিনি ছিলেন জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফুলগেনশিও বাতিস্তা আয় যালদিভার, তিনি ছিলেন কিউবার কর্নেল, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
• ১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেডোর ফেলিক্স কনরাড লাইনেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভূপেশ গুপ্ত, তিনি ছিলে বাঙালি কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিলিও ফেরনান্ডেয, তিনি ছিলেন মেক্সিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আঁদ্রে ওয়েইল, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এড্সগার ডাইকস্ট্রা, তিনি ছিলেন ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোনাল্ড জাস্টিস্, তিনি ছিলেন আমেরিকান কবি।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভ ওয়াগস্টাফফে, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড়।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৬ আগস্টের এই দিনে
০৬ আগস্টের এই দিনে• আজ রবীন্দ্রপ্রয়
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image