Skip to content
Latest
United Nations Day: Honoring Global Peace and CooperationInternational Mole Day: Celebrating Chemistry's Key ConceptInternational Stuttering Awareness Day: Raising Awareness and Promoting UnderstandingAlfred Nobel The Man Behind the Nobel Prizes and His Lasting LegacyWorld Statistics Day Celebrating the Power of Data for Global Progress

০৮ আগস্টের এই দিনে

০৮ আগস্টের এই দিনে

International Cat Day

• আজ আন্তর্জাতিক বিড়াল দিবস।

• ১২২০ সালের এই দিনে সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।
• ১৫৪৯ সালের এই দিনে ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
• ১৭৯৬ সালের এই দিনে ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
• ১৮১০ সালের এই দিনে ঊর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।
• ১৮১৫ সালের এই দিনে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
• ১৮৬৪ সালের এই দিনে জেনেভায় রেডক্রস গঠিত হয়।
• ১৮৬৪ সালের এই দিনে আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।
• ১৯০৬ সালের এই দিনে বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
• ১৯৪৯ সালের এই দিনে ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।
• ১৯৫৫ সালের এই দিনে জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
• ১৯৬৭ সালের এই দিনে দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।
• ১৯৮৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।

• ১৬৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গডফ্রে নেলার, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।
• ১৭৩২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহান ক্রিস্টফ আডেলুং, তিনি ছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী।
• ১৮৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক রাইডার, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ১৯০২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল অ্যাড্রিয়েন মরিস ডিরাক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ আমেরিকান পদার্থবিদ।
• ১৯১০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি মারফি, তিনি ছিলেন ওয়েলশ ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
• ১৯১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডাইনো ডি লাউরেন্টিস, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলিজা ইযেটবেগোভিক, তিনি ছিলেন বসনীয় আইনজীবী, রাজনীতিবিদ, বসনিয়া ও হার্জেগোভিনার ১ম রাষ্ট্রপতি।
• ১৯৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেগম ফজিলাতুন্নেসা, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা।
• ১৯৩১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার পেনরোজ, তিনি ইংরেজ গাণিতিক ও পদার্থবিজ্ঞানী।
• ১৯৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন করনেলিস ভ্রেস্বিজক, তিনি ডাচ বংশোদ্ভূত সুইডিশ গায়ক, গীতিকার, গিটারবাদক ও অভিনেতা।
• ১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মাদ মুরসি ইসা আল-আইয়াত, তিনি মিশরের প্রকৌশলী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
• ১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস ফন গাল, তিনি ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডগে, তিনি ইংরেজ আইরিশ গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাঙ্গাস রবার্ট চার্লস ফ্রেজার, তিনি ইংরেজ ক্রিকেটার, ম্যানেজার ও সাংবাদিক।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেন লি, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস লরেন্ত সাহা, তিনি ফরাসি ফুটবল।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার ফেদেরার, তিনি সুইস টেনিস খেলোয়াড়।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাটেরয়না বোন্ডারেনকো, তিনি ইউক্রেনীয় টেনিস খেলোয়াড়।
• ১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদিমির দারিদা, চেক ফুটবলার
• ১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেন স্টুয়ার্ট উইলিয়ামসন, তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জসিপ ডরমিক, তিনি সুইস ফুটবলার।
• ১৯৯৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শন পিটার রাউল মেন্ডেস, তিনি কানাডিয়ান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।

• ০১১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ট্রাজান, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ৮৬৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় লোথার, তিনি ছিলেন ফ্রাঙ্কিশ রাজা।
• ১০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলমানজোর, তিনি ছিলেন আন্দালুসের মুখ্যমন্ত্রী ও শাসক।
• ১৫৩৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লুকাস ভ্যান লেডেন, তিনি ছিলেন ডাচ শিল্পী।
• ১৭৪৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিস হ্যাচসন, তিনি ছিলেন আইরিশ দার্শনিক।
• ১৮২৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ক্যানিং, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
• ১৮৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকব বুরখারডট, তিনি ছিলেন সুইস ইতিহাসবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৯৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইউজিন বউডিন, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
• ১৯৭৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বাল্ডুর ভন সচিরাচ, তিনি ছিলেন জার্মান সৈনিক ও যুবনেতা।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লুইস ব্রুকস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
• ১৯৯১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেমস আরউইন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।
• ১৯৯৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নেভিল ফ্রান্সিস মট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আহমেদ হোসেন দিদাত, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান মিশনারি ও লেখক।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ড্যানিয়েল জারকুয়ে, তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলার।
• ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কারেন ব্ল্যাক, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়ক ও চিত্রনাট্যকার।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গ্লেন ক্যাম্পবেল, আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট ও অভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৮ আগস্টের এই দিনে
০৮ আগস্টের এই দিনে• আজ আন্তর্জাতিক বি
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image