Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

২৫ মে'র এই দিনে

২৫ মে'র এই দিনে


• আজ বিশ্ব তোয়ালে দিবস।
• আজ বিশ্ব থাইরয়েড দিবস। ও
• আজ বিশ্ব নিখোঁজ শিশু দিবস।

• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।
• ২০১৮ সালে এই দিনে শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

• ১৭১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন স্টুয়ার্ট, তিনি ছিলেন স্কটিশ রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
• ১৮০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড বুলওয়ার-লিটন, তিনি ছিলেন ইংরেজ লেখক, নাট্যকার ও রাজনীতিবিদ।
• ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকব বুরখারডট, তিনি ছিলেন সুইস ইতিহাসবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন মোট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ধর্মপ্রচারক।
• ১৮৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার জেমান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নেদারল্যান্ডের পদার্থবিজ্ঞানী।
• ১৮৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাসবিহারী বসু, তিনি ছিলেন ভারতীয় ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক।
• ১৮৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইগর সিকোরস্কাই, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান বিমান ডিজাইনার ও সিকোরস্কাই বিমানের প্রতিষ্ঠাতা।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউ নু, তিনি ছিলেন বার্মার রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক স্টাইনবার্গার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সুইস জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিক্সিয়ে কার্টার, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান মেকেলেন, তিনি ইংরেজ অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লস মেইনে, তিনি জার্মান গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দানিয়েল আলবের্তো পাসারেয়া, তিনি আর্জেন্টিনার ফুটবল কোচ ও ম্যানেজার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইক মায়ার্স্, তিনি মার্কিন কৌতুকাভিনেতা।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন করন জোহর, তিনি ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেমবা বা, তিনি ফরাসি ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোমান রেইংস, তিনি আমেরিকান ফুটবল খেলোয়াড় ও কুস্তিগীর।

• ০৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আব্দুল রহমান আল-সুফি, তিনি ছিলেন ফার্সী মুসলিম জ্যোতির্বিদ।
• ০৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম মিজকো, তিনি ছিলেন পোল্যান্ডের শাসক।
• ১৬৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেড্রো ক্যালড্রন দে লা বারাকা, তিনি ছিলেন স্প্যানিশ কবি ও নাট্যকার।
• ১৬৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাদাম দে লা ফায়েটে, তিনি ছিলেন ফরাসি লেখক।
• ১৮৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আহমেদ সিভাদেট পাশা, তিনি ছিলেন অটোমান সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও আইনবিদ।
• ১৯২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সাইমন পেতুলুয়ার, তিনি ছিলেন ইউক্রেনীয় সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুস্টাভহোলস্ট, তিনি ছিলেন ইংরেজ ট্রাম্বোনিস্ট, সুরকার ও শিক্ষাবিদ।
• ১৯৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ক্যাপা, তিনি ছিলেন হাঙ্গেরীয় ফটোগ্রাফার ও সাংবাদিক।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আল সাইয়িদ মুহাম্মদ ইদ্রিস বিন মুহাম্মদ আল-মাহদি আস-সেনুসি, তিনি ছিলেন রাজতান্ত্রিক লিবিয়ার প্রথম ও একমাত্র বাদশাহ।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবের্তো কোর্দা, তিনি ছিলেন কিউবান আলোকচিত্র শিল্পী।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুনিল দত্ত, তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়িজকিচ জারুজেলস্কি, তিনি ছিলেন পোলিশ জেনারেল, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড আর্থার অ্যালেন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৫ মে'র এই দিনে
২৫ মে'র এই দিনে• আজ বিশ্ব তোয়ালে দিবস
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image