Skip to content
Latest
International Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for Justice

২৬ মে'র এই দিনে

২৬ মে'র এই দিনে


• ১৭৩৯ সালে এই দিনে মোগল সম্রাট মহম্মদ শাহ ও ইরানের নাদির শাহের মধ্যে চুক্তি সম্পাদনের ফলে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে যায়।
• ১৮০৫ সালে এই দিনে নেপোলিয়ন বোনাপোর্ট ফ্রান্সের সম্রাট পদে অভিষিক্ত।
• ১৮৬৫ সালে এই দিনে আমেরিকার গৃহযুদ্ধের অবসান।
• ১৮৭০ সালে এই দিনে দিনেসিসিলির এটনা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু।
• ১৮৮১ সালে এই দিনে ফ্রান্স তিউনিসিয়াকে করায়ত্ত করে এবং নিজ নিয়ন্ত্রনে নিয়ে আসে।
• ১৮৯৬ সালে এই দিনে রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস অভিষিক্ত হন।
• ১৮৯৭ সালে এই দিনে আইরিশ লেখক ব্রাম স্টকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ প্রকাশিত হয়।
• ১৯১৩ সালে এই দিনে এমিলি ডানকান ব্রিটেনের প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত।
• ১৯১৮ সালে এই দিনে জার্জিয়া ও আমেরিকার স্বাধীনতা ঘোষণা।
• ১৯৪৮ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে।
• ১৯৬৯ সালে এই দিনে অ্যাপোলো-১০ নভোযানটি আট দিনের সফল ভ্রমণ শেষ করে পৃথিবীতে অবতরণ করে।
• ১৯৭২ সালে এই দিনে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অ্যান্টি ব্যালস্টিক মিসাইল চুক্তিতে স্বাক্ষর করে।
• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাইতি।
• ১৯৮১ সালে এই দিনে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
• ১৯৮২ সালে এই দিনে ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ গ্রহন করেছিল।
• ১৯৮৬ সালে এই দিনে বাংলাদেশের বরিশালে লঞ্চডুবিতে ২৩০ জনের মৃত্যু।
• ১৯৯১ সালে এই দিনে থাইল্যান্ডে অস্ট্রীয় বিমান বিধ্বস্ত হয়ে ২২৩ জনের মৃত্যু।

• ১৫৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় মেহমেদ, তিনি ছিলেন অটোমান সুলতান।
• ১৬৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন চার্চিল, তিনি ছিলেন ইংরেজ জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৬৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্রাম দ্য মোয়াভ্র, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও তাত্তিক।
• ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডমন্ড ডি গোনকোউরট, তিনি ছিলেন ফরাসি লেখক ও সমালোচক।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ওয়েন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
• ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি, তিনি ছিলেন একজন স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনোস কাডার, তিনি ছিলেন হাঙ্গেরীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইলস ডেভিস, তিনি ছিলেন আমেরিকান ট্রাম্পেটার, ব্যান্ডলিডার ও কম্পোজার।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লেন মেইটল্যান্ড টার্নার, তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি কোরবয়ন, তিনি ব্রিটিশ সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারুন লরগাত, তিনি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ও আইসিসি’র সাবেক প্রধান নির্বাহী।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনি ক্রাভিট্জ, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেলেনা বোনহাম কার্টার, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ডেভিড কলিংউড, তিনি সাবেক ইংরেজ ক্রিকেটার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুকা টনি, তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেমি ডি যেউও, তিনি ডাচ ফুটবলার।
• ১৯৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লারা গুডাল, তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার।

• ০৬০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অগাস্টিন ক্যান্টারবেরি, তিনি ছিলেন বেনেডিক্টাইন সন্ন্যাসী।
• ০৭৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেডে, তিনি ছিলেন ইংরেজ সন্ন্যাসী, ঐতিহাসিক ও ধর্মতত্ত্ববিদ।
• ০৮১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলী বিন মুসা আল-রেজা, তিনি ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর বংশের অষ্টম শিয়া মুসলিম।
• ০৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম এডমন্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৪২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম মেহমেদ, তিনি ছিলেন অটোমান সুলতান।
• ১৫১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় বায়েজীদ, তিনি ছিলেন অটোমান সুলতান।
• ১৭৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার গোটলিয়েব বাউমগারটেন, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৮১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল আন্দ্রিয়াস বার্কলে ডি টোলি, তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ।
• ১৯০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মির্জা গোলাম আহমদ, তিনি ছিলেন একজন বিতর্কিত ভারতীয় ধর্মীয় নেতা ও আহ্মদিয়া মুসলিম জামাত নামক এক ধর্মের প্রবর্তক।
• ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্তো আস্কারি, তিনি ছিলেন ইতালীয় রেস্ গাড়ী চালক।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্টিন হাইডেগার, তিনি ছিলেন জার্মান দার্শনিক।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যানা হ্যানে, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিডনি পলাক, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিচেন্টে আরান্ডা, তিনি ছিলেন স্প্যানিশ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জবিগনিউ ব্রেজেনিস্কি, তিনি ছিলেন পোল্যান্ডের বংশোদ্ভূত আমেরিকান রাজনীতিবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৬ মে'র এই দিনে
২৬ মে'র এই দিনে• ১৭৩৯ সালে এই দিনে মোগল
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image