Skip to content
Latest
All-India Muslim League Powerful Legacy RevealedZainul Abedin Inspiring Art Legacy UnveiledWoodrow Wilson: Inspiring Leadership and LegacySyed Shamsul Haque Legendary Literary IconShah Alam II Rise and Struggles Unveiled

১৩ অক্টোবরের এই দিনে

International Day for Disaster Reduction

==ছুটির দিন ও পালনীয়==


• আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস (International Day for Disaster Risk Reduction)৷

==ঘটনাবলী==


• ০৫৩৯ খ্রিষ্টপূর্বের এই দিনে ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করে।
• ৬৩৫ সালের এই দিনে খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন।
• ১৫৫৬ সালের এই দিনে মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।
• ১৭৭০ সালের এই দিনে তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।
• ১৭৯২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
• ১৮১২ সালের এই দিনে কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু হয়।
• ১৮১৫ সালের এই দিনে সিসিলির রাজা জোযামিন মোরাটের মুত্যুদণ্ড কার্যকর করা হয়।
• ১৮৮৪ সালের এই দিনে ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সার্বজনীন মেরুমধ্যরেখা হিসেবে গৃহীত হয়।
• ১৯২৩ সালের এই দিনে আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।
• ১৯৩৭ সালের এই দিনে চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মী প্রতিষ্ঠিত হয়।
• ১৯৪৩ সালের এই দিনে ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
• ১৯৪৪ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা বাহিনীর সহায়তায় জার্মানীর দখলে থাকা যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।
• ১৯৪৬ সালের এই দিনে মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াডেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তবর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।
• ১৯৬২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চল নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
• ১৯৬৬ সালের এই দিনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
• ১৯৮৯ সালের এই দিনে আধুনিক বিশ্বের বৃহত্তম ২৬.৪ মিটার উঁচু থিয়েনথান ব্রোঞ্জ বৌদ্ধমূর্তির নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।
• ১৯৯১ সালের এই দিনে বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
• ১৯৯৯ সালের এই দিনে ভারতে হিন্দুত্ববাদী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
• ২০০১ সালের এই দিনে ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলায় সব আতঙ্কবাদী সমেত মোট ১৫ জনের মৃত্যু হয়।
• ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।
• ২০০৬ সালের এই দিনে শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।
• ২০২০ সালের এই দিনে বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে "নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ" জারি করা হয়।

==জন্ম==


• ০৪৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিয়াওয়েন, উত্তর ওয়েই এর সম্রাট।
• ১৪৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিওট্টো আলবার্টিনেলি; তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৪৯৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লদ; তিনি ছিলেন ফ্রান্সের রানী।
• ১৬১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইসা দে গুজমান; তিনি ছিলেন পর্তুগালের জন চতুর্থের স্প্যানিশ বংশোদ্ভূত পর্তুগিজ স্ত্রী।
• ১৭১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান রামসে; তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।
• ১৮২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুডল্ফ ফিরখো; তিনি ছিলেন জার্মান চিকিৎসক, জীববিজ্ঞানী ও রাজনীতিবিদ।
• ১৮২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ফ্রেডরিক ওয়ার্থ; তিনি ছিলেন ইংরেজ ফ্যাশন ডিজাইনার ও হাউস অফ ওয়ার্থ প্রতিষ্ঠাতা।
• ১৮৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিলি ল্যাংট্রি; তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
• ১৮৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরি কিংসলে; তিনি ছিলেন ইংরেজ অভিযাত্রী ও লেখিকা।
• ১৮৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোজেফ টিসো; তিনি ছিলেন স্লোভাকের পুরোহিত, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৯০৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়েভেস অ্যালগ্রেট; তিনি ছিলেন ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯০৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্ট টাটুম; তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক।
• ১৯১১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়; তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কর্নেল ওয়াইল্ড; তিনি ছিলেন স্লোভাক বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও  
চিত্রনাট্যকার।
• ১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ওয়াকার; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যারাইন ডে; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভেস মন্ট্যান্ড; তিনি ছিলেন ইতালিয়ান ফরাসি অভিনেতা ও গায়ক।
• ১৯২৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফাস উইলকস; তিনি ছিলেন ডাচ ফুটবলার।
• ১৯২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্তো এডুয়ার্ডো ভায়োলা; তিনি ছিলেন আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ ও ৪৪তম রাষ্ট্রপতি।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনি ব্রুস; তিনি ছিলেন আমেরিকান কৌতুক অভিনেতা ও অভিনেতা।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট থ্যাচার; তিনি ছিলেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রে ব্রাউন; তিনি ছিলেন আমেরিকান বংশীবাদক ও সেলিস্ট।
• ১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি কোনিটজ; তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও সুরকার।
• ১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তুরগুত ওজাল; তিনি ছিলেন তুর্কি প্রকৌশলী, রাজনীতিবিদ ও অষ্টম রাষ্ট্রপতি।
• ১৯৩১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেমন্ড কোপা; তিনি ছিলেন ফরাসি ফুটবলার।
• ১৯৩৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নানা মৌসকৌরি; তিনি গ্রিক গায়িকা ও রাজনীতিবিদ।
• ১৯৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুগো ইয়াং; তিনি ইংরেজ সাংবাদিক ও লেখক।
• ১৯৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলিন্ডা ডিলন; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৪০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফারোহ স্যান্ডার্স; তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও ব্যান্ডলিডার।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ফ্রেডেরিক সাইমন; তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দেসি বুটারসে; তিনি সুরিনাম জেনারেল, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
• ১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নুসরাত ফতেহ আলি খান; তিনি ছিলেন পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী।
• ১৯৫০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যানেগ্রেট রিখটার; তিনি জার্মান সাবেক স্প্রিন্টার।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন লোন; তিনি হংকং বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস কার্টার; তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া ক্যান্টওয়েল; তিনি আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোক রিভারস; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেলি প্রেস্টন; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরি রাইস; তিনি আমেরিকান সাবেক ফুটবল খেলোয়াড়।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডগ এমহোফ; তিনি আমেরিকান আইনজীবী।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নি হাইশেং; তিনি চীনা জেনারেল, পাইলট ও মহাকাশচারী।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার জজ; তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার সেফেরিন; তিনি স্লোভেনীয় আইনজীবী ও ফুটবল প্রশাসক UEFA এর ৭তম সভাপতি।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাভিয়ের সোটোমায়র; তিনি কিউবার সাবেক হাই জাম্পার।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেট ওয়ালশ; তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ন্যান্সি কেরিগান; তিনি আমেরিকান ফিগার স্কেটার  ও অভিনেত্রী।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল পোটস; তিনি ইংরেজ টেনার।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাশা ব্যারন কোহেন; তিনি ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিও ডি নাতালে; তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল পিয়ার্স; তিনি আমেরিকান  সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিয়েল সানচেজ; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরমাইন ও'নিল; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েস ব্রাউন; তিনি ইংরেজ ফুটবল সাবেক খেলোয়াড়।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মামাদু নিয়াং; তিনি সেনেগালিজ ফুটবলার।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আশান্তি; তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড হেই; তিনি ইংরেজ সাবেক বক্সার।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কট পার্কার; তিনি ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড়।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান থর্প; তিনি অস্ট্রেলীয় সাবেক সাঁতারু।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাব্রিয়েল আগবনলাহোর; তিনি ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড়।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ; তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেনটেটিভের সদস্য।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেলবি রজার্স; তিনি আমেরিকান টেনিস খেলোয়াড়।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিফানি ট্রাম্প; তিনি আমেরিকান সোশ্যালাইট।
• ১৯৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিটন দাস; তিনি বাংলাদেশী ক্রিকেটার।
• ১৯৯৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পার্ক জিমিন; তিনি দক্ষিণ কোরিয়ার গায়ক।
• ১৯৯৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোশুয়া ওং; তিনি হংকং-এর গণতন্ত্রপন্থী কর্মী।
• ২০০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেলেব ম্যাকলখলিন; তিনি আমেরিকান অভিনেতা।

==মৃত্যু==


• ০০৫৪ ক্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ক্লডিয়াস; তিনি ছিলেন রোমান সম্রাট।
• ০৯৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিং জং; তিনি ছিলেন লিয়াও রাজবংশের সম্রাট।
• ১০৯৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম রবার্ট; তিনি ছিলেন কাউন্ট অফ ফ্ল্যান্ডার্স।
• ১২৪০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রাজিয়া সুলতানা; তিনি ছিলেন দিল্লির সুলতান।
• ১২৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নিচিরেন; তিনি ছিলেন জাপানি বৌদ্ধ পণ্ডিত।
• ১৩৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় পিটার; তিনি ছিলেন সাইপ্রাসের রাজা।
• ১৬০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর বেজা; তিনি ছিলেন ফরাসি ধর্মতত্ত্ববিদ ও পণ্ডিত।
• ১৬৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেমিনিয়ানো মন্টানারি; তিনি ছিলেন ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও লেন্স নির্মাতা।
• ১৬৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্যামুয়েল ভন পুফেনডর্ফ; তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও আইনজ্ঞ।
• ১৭১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস মালেব্রঞ্চ; তিনি ছিলেন ফরাসি যাজক ও দার্শনিক।
• ১৮১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোয়াকিম মুরাত; তিনি ছিলেন ফরাসি জেনারেল।
• ১৮২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও ক্যানোভা; তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর।
• ১৮২৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্সিমিলিয়ান প্রথম জোসেফ; তিনি ছিলেন বাভারিয়ার রাজা।
• ১৮৬৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস অগাস্টিন সেন্ট-বেউ; তিনি ছিলেন ফরাসি কবি, লেখক ও সমালোচক।
• ১৮৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার ডি গোবিনিউ; তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক।
• ১৯০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি আরভিং; তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও ব্যবস্থাপক।
• ১৯০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিসকো ফেরার ই গার্দিয়া; তিনি ছিলেন স্প্যানিশ দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৯১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভগিনী নিবেদিতা; তিনি ছিলেন আইরিশ ভারতীয় সমাজকর্মী, লেখক ও শিক্ষাবিদ।
• ১৯১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল অ্যাডল্ফ জেজেলরুপ; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও কবি।
• ১৯৩৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ই.সি. সেগার; তিনি ছিলেন আমেরিকান কার্টুনিস্ট ও পপেই তৈরি করেন।
• ১৯৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মিল্টন এস হার্শে; তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও হার্শে কোম্পানি প্রতিষ্ঠাতা।
• ১৯৫৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যানুয়েল অ্যাভিলা কামাচো; তিনি ছিলেন মেক্সিকান জেনারেল, রাজনীতিবিদ ও ৪৫তম রাষ্ট্রপতি।
• ১৯৬৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রেমাঙ্কুর আতর্থী; তিনি ছিলেন ভারতীয় বাঙালি কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা।
• ১৯৬৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিফটন ওয়েব; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও নৃত্যশিল্পী।
• ১১৯৬৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বি বেনাদেরেট; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও ভয়েস শিল্পী।
• ১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আবদুল মোনেম খান; তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর।
• ১৯৭৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এড সুলিভান; তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও টক শো হোস্ট।
• ১৯৭৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রেবেকা ক্লার্ক; তিনি ছিলেন ইংরেজ ভায়োলা প্লেয়ার ও সুরকার।
• ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও বার্নি; তিনি ছিলেন আর্জেন্টিনার চিত্রশিল্পী, চিত্রকর ও খোদাইকারী।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কিশোর কুমার; তিনি ছিলেন বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক ও নায়ক।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অমলেন্দু বিশ্বাস; তিনি ছিলেন বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক।
• ১৯৯০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লি ডাক থো; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভিয়েতনামী রাজনীতিবিদ।
• ২০০০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিন পিটার্স; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্টিফেন অ্যামব্রোস; তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ ও লেখক।
• ২০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইলা মিত্র; তিনি ছিলেন বাঙালি মহিয়সী নারী ও সংগ্রামী কৃষক নেতা।
• ২০০৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বারট্রাম ব্রকহাউস; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
• ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বার্নিস রুবেনস; তিনি ছিলেন ওয়েলশ লেখক।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভূমিবল অতুল্যতেজ; তিনি ছিলেন থাইল্যান্ডের রাজা।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দারিও ফো; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান নাট্যকার, অভিনেতা, পরিচালক ও সুরকার।
• ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অন্নপূর্ণা দেবী; তিনি ছিলেন ভারতীয় স্বনামধন্য সুরবাহার শিল্পী ও উত্তর ভারতীয় সনাতনী শাস্ত্রীয় সঙ্গীতের গুরু।

#১৩_অক্টোবরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৩ অক্টোবরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ আন্তর্জাতিক দ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image