Skip to content
Latest
Anti-Obesity Day An Informative Guide to a Healthier TomorrowInternational Day for the Elimination of Violence against Women A Comprehensive GuideJohannes Diderik van der Waals A Trailblazer in Physics and Molecular ScienceExploring the Life and Legacy of André Gide A Pioneer in Modern LiteratureWorld Television Day Importance and How It Shapes Modern Society

০৮ সেপ্টেম্বরের এই দিনে

Huseyn Shaheed Suhrawardy

==ছুটির দিন ও পালনীয়==


• আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। (International Literacy Day) ও
• আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস।

==ঘটনাবলী==


• ১৩৮০ সালের এই দিনে কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়।
• ১৪৪৯ সালের এই দিনে ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়।
• ১৫১৪ সালের এই দিনে ‘অরসা’ যুদ্ধ, শতাব্দীর একটি বড় যুদ্ধ এটি। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।
• ১৭৬৩ সালের এই দিনে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসী দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং বৃটেন ঐ চুক্তির প্রতি সমর্থন জানায়।
• ১৮৩১ সালের এই দিনে চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
• ১৯০৩ সালের এই দিনে বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা।
• ১৯৪১ সালের এই দিনে জার্মানীর নাৎসী বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়।
• ১৯৫২ সালের এই দিনে জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
• ১৯৬২ সালের এই দিনে চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
• ১৯৬৬ সালের এই দিনে জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।
• ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ার।
• ২০০১ সালের এই দিনে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন।

==জন্ম==


• ০৬৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ানজং; তিনি ছিলেন তাংয়ের সম্রাট।
• ০৮০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনগার; তিনি ছিলেন জার্মান আর্চবিশপ ও সাধু।
• ০৮২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলী আল-হাদী; তিনি ছিলেন সৌদি আরবের বারো ইমামের দশম ইমাম।
• ১১৫৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম রিচার্ড; তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১২০৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় সাঞ্চো; তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৩৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিয়েনার বার্নার্ডিনো; তিনি ছিলেন ইতালীয় পুরোহিত, ধর্মপ্রচারক ও সাধু।
• ১৪১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বোলোগনার ক্যাথরিন; তিনি ছিলেন ইতালীয় সন্ন্যাসী ও সাধু।
• ১৪৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডোভিকো আরিওস্তো; তিনি ছিলেন ইতালিয়ান নাট্যকার ও কবি।
• ১৫৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারাঁ মের্সেন; তিনি ছিলেন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
• ১৬২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুই, গ্র্যান্ড কনডে; তিনি ছিলেন ফরাসি জেনারেল।
• ১৬৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চতুর্থ ফার্দিনান্দ; তিনি ছিলেন রোমানদের রাজা।
• ১৭৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োল্যান্ডে ডি পোলাস্ট্রন; তিনি ছিলেন ফরাসি শিক্ষাবিদ।
• ১৭৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল; তিনি ছিলেন জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।
• ১৭৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান ক্যাথরিন এমমেরিচ; তিনি ছিলেন জার্মান সন্ন্যাসী ও রহস্যবাদী।
• ১৭৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চতুর্থ মুস্তাফা; তিনি ছিলেন অটোমান সুলতান।
• ১৭৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন.এফ.এস. গ্রুন্ডভিগ; তিনি ছিলেন ডেনিশ যাজক, দার্শনিক ও লেখক।
• ১৮০৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুয়ার্ড মরিক; তিনি ছিলেন জার্মান যাজক, কবি ও শিক্ষাবিদ।
• ১৮৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেদেরিক মিস্ত্রাল; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক।
• ১৮৩১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলহেম রাবে; তিনি ছিলেন জার্মান লেখক ও চিত্রশিল্পী।
• ১৮৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্টোনিন ডিভোরাক; তিনি ছিলেন চেক রচয়িতা ও শিক্ষাবিদ।
• ১৮৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস জে. গুইটো; তিনি ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট জেমস এ. গারফিল্ডের হত্যাকারী।
• ১৮৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোজং; তিনি ছিলেন কোরিয়ার রাজা।
• ১৮৫৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জি মাইকেলিস; তিনি ছিলেন জার্মান শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৮৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার পারভাস; তিনি ছিলেন বেলারুশিয়ান বংশোদ্ভূত জার্মান তাত্ত্বিক ও সমাজ কর্মী।
• ১৮৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড জ্যারি; তিনি ছিলেন ফরাসি লেখক ও নাট্যকার।
• ১৮৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারি হিলম্যান; তিনি ছিলেন আমেরিকান রানার ও হার্ডলার।
• ১৮৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিগফ্রাইড স্যাসুন; তিনি ছিলেন ইংরেজ অধিনায়ক, সাংবাদিক ও কবি।
• ১৮৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিবানন্দ সরস্বতী; তিনি ছিলেন ভারতের হিন্দু সন্ন্যাসী ও আধ্যাত্মিক নেতা।
• ১৮৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট এ. টাফট; তিনি ছিলেন আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৮৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী; তিনি ছিলেন বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
• ১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি রজার্স; তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনড্রিক ভরবের্ড; তিনি ছিলেন ডাচ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।
• ১৯১০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন-লুই ব্যারাল্ট; তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও পরিচালক।
• ১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ জৈব রসায়নবিজ্ঞানী।
• ১৯১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া ল্যাসনিগ; তিনি ছিলেন অস্ট্রিয়ান চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিড সিজার; তিনি ছিলেন আমেরিকান কমিক অভিনেতা ও লেখক।
• ১৯২৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাসুল গামজাতোভ; তিনি ছিলেন রাশিয়ান কবি।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার সেলার্স; তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও কৌতুক অভিনেতা।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভুপেন হাজারিকা; তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় কন্ঠ সঙ্গীত শিল্পী।
• ১৯৩২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাটসি ক্লাইন; তিনি ছিলেন আমেরিকান গায়িকা, গীতিকার ও পিয়ানোবাদক।
• ১৯৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আশা ভোঁসলে; তিনি ভারতীয় গায়িকা।
• ১৯৩৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ম্যাক্সওয়েল ডেভিস; তিনি ছিলেন ইংরেজি সুরকার ও কন্ডাক্টর।
• ১৯৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যাম নান; তিনি ছিলেন আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নি স্যান্ডার্স; তিনি আমেরিকান রাজনীতিবিদ।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আজিজ সানজার; তিনি নোবেল পুরস্কার বিজয়ী তুর্কি বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হলডর অ্যাসগ্রিমসন; তিনি আইসল্যান্ডীয় হিসাবরক্ষক, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওফ মিলার; তিনি ইংলিশ সাবেক ক্রিকেটার।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুবি ব্রিজস; তিনি আমেরিকান নাগরিক অধিকার সমাজ কর্মী।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল শেরমার; তিনি আমেরিকান ইতিহাসবিদ, লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৫৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইমদাদুল হক মিলন; তিনি বাংলাদেশি কথাসাহিত্যিক ও নাট্যকার।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টেফান জোহানসন; তিনি সুইডিশ সাবেক রেস কার ড্রাইভার।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অঞ্জু ঘোষ; তিনি বাংলাদেশি অভিনেত্রী।
• ১৯৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগুরি সুজুকি; তিনি জাপানি সাবেক রেস কার ড্রাইভার।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস ক্রেচম্যান; তিনি জার্মান অভিনেতা।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারি স্পিড; তিনি ওয়েলশ সাবেক ফুটবল ম্যানেজার।
• ১৯৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নেকো কেস; তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড আর্কুয়েট; তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও রেসলার।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন ফ্রিম্যান; তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কাস বাবেল; তিনি জার্মান সাবেক ফুটবলার ও পরিচালক।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খামিস আল ডোসারি; তিনি সৌদি আরবের সাবেক ফুটবলার।
• ১৯৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেনা লিখোভতসেভা; তিনি রাশিয়ান সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিঙ্ক; তিনি আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মর্টেন গামস্ট পেডারসেন; তিনি নরওয়ের সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোনাথন টেলর থমাস; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিয়েগো বেনাগ্লিও; তিনি সুইস ফুটবল খেলোয়াড়।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিটালি পেট্রোভ; তিনি রাশিয়ান রেস গাড়ি চালক।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার হুইটিংহাম; তিনি ছিলেন ইংরেজ ফুটবলার।
• ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস জোডলোভিক; তিনি পোলিশ সাবেক ফুটবলার।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস বাকা; তিনি কলম্বিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়াও মৌচিনয়ো; তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিরিল নবাবকিন; তিনি রাশিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার বিলোডো; তিনি কানাডিয়ান স্কিয়ার।
• ১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইজ খলিফা; তিনি হাইতিয়ান রেপার ও অভিনেতা।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাইলফি সিগুরসন; তিনি আইসল্যান্ডীয় ফুটবলার।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এভিচি; তিনি ছিলেন সুইডিশ সংগীতশিল্পী ও ডিজে।
• ১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথিউ ডেলাভেডোভা; তিনি অস্ট্রেলিয়ান বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জো সুগ; তিনি ব্রিটিশ ভোলগার।
• ১৯৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো বেনাসি; তিনি ইতালিয়ান ফুটবলার।
• ১৯৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুনো ফের্নান্দেস; তিনি পর্তুগিজ ফুটবলার।
• ২০০২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেটন ম্যাটার‍্যাজো; তিনি আমেরিকান অভিনেতা ও গায়ক।

==মৃত্যু==


• ০৩৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আরবোগাস্ট; তিনি ছিলেন ফ্রাঙ্কিশ জেনারেল।
• ০৭৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ লিও খাজার; তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
• ১৪২৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় চার্লস; তিনি ছিলেন নাভারে রাজা।
• ১৬১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কার্লো গেসুয়াল্ডো; তিনি ছিলেন ইতালিয়ান লুটে প্লেয়ার ও সুরকার।
• ১৬৩৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ফ্লুড; তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক, গণিতবিদ ও সৃষ্টিতত্ত্ববিদ।
• ১৬৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিসকো ডি কুয়েভেদো; তিনি ছিলেন স্প্যানিশ কবি ও রাজনীতিবিদ।
• ১৬৩৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ফ্লুড; তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক, গণিতবিদ ও সৃষ্টিতত্ত্ববিদ।
• ১৬৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জুয়ান ক্যারামুয়েল ওয়াই লবকোভিৎস; তিনি ছিলেন স্প্যানিশ গণিতবিদ ও দার্শনিক।
• ১৮১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পিটার সিমোন পালাস; তিনি ছিলেন জার্মান প্রাণী ও উদ্ভিদবিদ বিশেষজ্ঞ।
• ১৮১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অস্ট্রিয়ার মারিয়া ক্যারোলিনা; তিনি ছিলেন নেপলস ও সিসিলির রানী স্ত্রী।
• ১৮৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ লিউভিল; তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হারমান ভন হেলমহোল্টজ; তিনি ছিলেন জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।
• ১৮৯৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাডাম ওপেল; তিনি ছিলেন জার্মান উদ্যোক্তা, মোটরগাড়ি প্রস্তুতকারী সংস্থা ওপেল এর প্রতিষ্ঠাতা।
• ১৯৩৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফয়সাল; তিনি ছিলেন আরব বিদ্রোহের অন্যতম নেতা ও ইরাকের প্রথম বাদশাহ।
• ১৯৪৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জুলিয়াস ফুচিক; তিনি ছিলেন চেক সাংবাদিক।
• ১৯৪৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড স্ট্রস; তিনি ছিলেন জার্মান সুরকার ও ম্যানেজার।
• ১৯৫৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে ডেরাইন; তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
• ১৯৬৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডরথি ড্যানড্রিজ; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৬৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেরমান স্টাউডিঞ্জার; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
• ১৯৬৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্দ্রা ডেভিড-নেল; তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি অভিযাত্রী ও সমাজ কর্মী।
• ১৯৭০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পার্সি স্পেন্সার; তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কারক।
• ১৯৭৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিরো মোস্টেল; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও কৌতুক অভিনেতা।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলার্ড ফ্র্যাংক লিবি; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হিদেকি ইউকাওয়া; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিদ।
• ১৯৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিন ম্যাগনে; তিনি ছিলেন ফরাসি সাইক্লিস্ট।
• ১৯৮৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জনি পার্সনস; তিনি ছিলেন আমেরিকান রেস কার ড্রাইভার।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন ফ্রাঙ্কলিন এন্ডারস; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বিজ্ঞানী।
• ১৯৯১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালেক্স নর্থ; তিনি ছিলেন আমেরিকান সুরকার ও কন্ডাক্টর।
• ১৯৯১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ব্র্যাড ডেভিস; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৯৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মুনডগ; তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত জার্মান গায়ক, গীতিকার, ড্রামার ও কবি।
• ২০০৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লেনি রিফেনস্টাহল; তিনি ছিলেন জার্মান অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অউ নিলস বোর; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিদ।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মাইক বঙ্গিয়োর্নো; তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ইতালীয় টেলিভিশন উপস্থাপক।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টমাস সাজ; তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান সাইকিয়াট্রিক ও শিক্ষাবিদ।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রিন্স বাস্টার; তিনি ছিলেন জ্যামাইকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেরি পোর্নেল; তিনি ছিলেন আমেরিকান লেখক ও সাংবাদিক।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লুবিসা সামার্ডজিচ; তিনি ছিলেন সার্বিয়ান অভিনেতা ও পরিচালক।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডন উইলিয়ামস; তিনি ছিলেন আমেরিকান সঙ্গীতশিল্পী।
• ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চেলসি স্মিথ; তিনি ছিলেন আমেরিকান গায়িকা ও সৌন্দর্য প্রতিযোগী বিজয়ী।
• ২০২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় এলিজাবেথ; তিনি ছিলেন যুক্তরাজ্যের রানী।

#০৮_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৮ সেপ্টেম্বরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ আন্তর্জাতিক স
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image